বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০৮:৪৩:২৬

রাশিয়ার করোনা ভ্যাকসিন নিয়ে সংশয়

রাশিয়ার করোনা ভ্যাকসিন নিয়ে সংশয়

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া যেরকম দ্রু'তগ'তিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা তৈরি করেছে, তা নিয়ে বিশেষ'জ্ঞদের সং'শ'য় বাড়ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গতকালই দাবি করেছিলেন এই টিকাটি এখন দেশটির ঔষধ নি'য়'ন্ত্র'ণ কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে গেছে এবং শীঘ্রই এটি গ'ণহা'রে তৈরি করে সবাইকে দেয়া হবে। তিনি আরও দা'বি করেছিলেন, তার এক কন্যাকেও এই টিকা দেয়া হয়েছে।

টিকাটি নিয়ে মানবদেহে পরীক্ষা চালানো হয়েছে দু'মাসেরও কম সময়। পুতিন দাবি করেছিলেন, করোনা ভাইরাসের বি'রু'দ্ধে এটাই বিশ্বের প্রথম টিকা। তবে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আযার রাশিয়ার দাবিকে বি'দ্রু'প করে বলেছেন, টিকা তৈরি কোন প্রতিযোগিতার ব্যা'পার নয়। কে কত দ্রুত টিকা তৈরি করতে পারলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি কতটা নি'রাপ'দ এবং কার্যকর।

এদিকে যুক্তরাষ্ট্রের সং'ক্রা'মক ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফাউসি বলেছেন, রাশিয়ার দাবি নিয়ে তার গু'রু'তর সং'শ'য় আছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রীও এই টিকার ব্যা'পা'রে স'ত'র্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এই টিকা নিয়ে যথেষ্ট পরীক্ষা চালানোর আগেই সেটি লাখ লাখ লোককে দেয়া খুবই বি'প'দজনক হবে। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে