বুধবার, ১২ আগস্ট, ২০২০, ১১:৪৯:৫০

তেলের পর এবার পাকিস্তানকে ঋণ দেয়াও বন্ধ করলো সৌদি আরব

তেলের পর এবার পাকিস্তানকে ঋণ দেয়াও বন্ধ করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম দেশগুলির কাছেও কো'ণঠা'সা পাকিস্তান। ইমরান খান সরকারের উপর বে'জায় চ'টেছে সৌদি আরব। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা- ওআইসি'র ভূমিকা নিয়ে চুড়া'ন্ত স'মালো'চনা করেছে পাকিস্তান। এমনকি সংস্থা ভে'ঙে দেওয়ার কথাও বলে ইমরান খানের সরকার।

তার জে'রেই সংস্থাটি পরিচালনার দায়িত্বে থাকা সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে দিয়েছে তেল তো দূরের কথা এবার থেকে তারা পাকিস্তানকে ঋণও দেবে না। অর্থনৈতিক স'ঙ্ক'টে জ'র্জরি'ত পাকিস্তান। এমতাব'স্থায় সৌদির এমন সিদ্ধান্তে চ'র'ম চা'পে ইসলামাবাদ। সৌদি আরবের কাছ থেকে ২০১৮ সালের নভেম্বরে ৬২০ কোটি ডলারের ঋণ নিয়েছিল পাকিস্তান। এর মধ্যে ৩০০ কোটি নগদ অর্থ এবং বাকি ৩২০ কোটি ডলারের তেল দেওয়ার কথা বলা হয়। 

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তান সফরে এসে গতবছর ফেব্রুয়ারি মাসে এই ঋণ বিষয়ক চু'ক্তিটি করেন। ঋ'ণের শ'র্তে বলা হয়েছিল, কোনও বছর সৌদি আরবের যদি ঋ'ণ দিতে দেরি হয়, তা হলে তারা ইসলামাবাদকে ৩.২ লক্ষ কোটি ডলার মূল্যের তেল সরবরাহ করবে। চুক্তির মেয়াদ মাস দুই আগে শেষ হওয়া সত্ত্বেও এতদিন ওই চুক্তির নবীকরণ হয়নি। ওআইসি'র ভূমিকা নিয়ে স'মালো'চনার জেরে বিশ্বের বৃহত্তম তেল উত্‍পাদন এবং রপ্তা'নিকারক দেশ সৌদি আরব পাকিস্তানকে আর তেল সরবরাহ করবেন না বলে জানিয়ে দিয়েছে।

জানা গিয়েছে, সৌদি আরবের মনক্ষু'ন্ন হওয়ার পিছনে রয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির একটি মন্তব্য। একটি টেলিভিশন সাক্ষাত্‍কারে কুরেশি কাশ্মীর ইস্যু নিয়ে ইসলামিক দেশগুলির সবচেয়ে বড় সংগঠন ওআইসি'র স'মালো'চনা করেন এবং বলেন ওআইসি যদি কাশ্মীর নিয়ে বিদেশমন্ত্রীদের বৈঠক না-ডাকে তা হলে পাকিস্তান পদক্ষেপ করবে। পাকিস্তান নিজে কাশ্মীর ইস্যু নিয়ে ইসলামিক দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক ডাকবে।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান বার বার ওআইসি'র সহযোগিতার আহ্বান করলেও তেমন পা'ত্তা দেয়নি সৌদি আরব। বেশ কয়েকবার তারা পাকিস্তানি প্রস্তাব ফিরিয়েও দিয়েছে বলে জানা গিয়েছে । গত বছরের অগাস্টে জম্মু-কাশ্মীরের উপর থেকে ধা'রা ৩৭০- বিশেষ মর্যাদা প্র'ত্যা'হা'র করে মোদি সরকার। জম্মু-কাশ্মীর রাজ্য ভে'ঙে দুটি পৃথক কে'ন্দ্রশা'সিত অঞ্চল করা হয়। এই সিদ্ধান্তের তী'ব্র স'মালো'চনা করে প্র'তিবা'দে সরব হয় পাকিস্তান । ভারতের বি'রু'দ্ধে সমর্থন যোগাড়ে ওআইসি দ্বা'রস্থ হয়েও লাভ হয়নি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বিগত পাঁচ মাস ধরে অনুদান পাওয়া যাচ্ছে না আর এর মধ্যে পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে চলা চুক্তি স্থ'গিত হওয়ার ফলে দুই দিক থেকে চ'র'ম সম'স্যায় ইমরান খানের দেশ। উপরন্তু দেড় বছর আগে ঋণ নেওয়া ৩ বিলিয়ন মার্কিন ডলার আন্তর্জাতিক ঋণ খেলাপির দায় এড়াতে চা'পে পড়ে শো'ধ দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেই টাকা শোধের জন্য চিনের থেকে ১ বিলিয়ন ডলার ঋণ নিতে হয়েছে।

ওআইসি'র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জে'রে রিয়াধের এই পদক্ষেপ মধ্য প্রাচ্যের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে এক নতুন সমীকরণ সৃষ্টি করল। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালে তুরস্কের সঙ্গে পাকিস্তানের ঘনি'ষ্ঠতায় বিব্রত সৌদি ইসলামাবাদকে চা'পে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে