বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ০২:১৫:২৬

জুতা এসপির, মোজা টানতেই বেরিয়ে এল বিষধর সাপ

জুতা এসপির, মোজা টানতেই বেরিয়ে এল বিষধর সাপ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের পান্নায় বিষধর সাপের কা'মড় থেকে বেঁ'চে গেলেন পুলিশের এসপি মায়াঙ্ক অবস্তী। জানা গেছে, মায়াঙ্ক অবস্তীর জুতার মধ্যে ঢু'কে লু'কিয়ে ছিল বি'ষধ'র সাপ। জুতা থেকে মোজা বের করতে গিয়ে হাতে শীতল কিছু টে'র পেয়ে আঁ'তকে ওঠেন এসপি।

কা'মড়ানোর আগেই নিজের হাত স'রিয়ে নেন তিনি। তার পরেও সত'র্কতা হিসেবে পান্না জেলা হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর জবলপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন অবস্তী। তবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

জানা গেছে, নিজের বাংলো থেকে বেরিয়ে অফিসের দিকে যাওয়ার জন্য জুতা পায়ে দিতে গিয়েছিলেন তিনি। যখন জুতা থেকে মোজা বের করেন, তখনই টে'র পান জুতার ভেতরে কিছু একটা রয়েছে।দ্রু'ত তিনি হাত স'রিয়ে নেন এবং ভালো করে পরীক্ষার পর দেখতে পান বি'ষা'ক্ত সাপ ঢু'কে রয়েছে জুতার মধ্যে। এরপর আর দ্বি'রু'ক্তি না করে সো'জা জেলা হাসপাতালে পৌঁছান এসপি। সেখানে কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি খু'লে বলেন।

তবে হাসপাতালে তাকে চেকআপ করা হলেও শরীরে সাপের কা'মড়ের কোনো চি'হ্ন পাওয়া যায়নি। তবে আঙুল সামান্য ফোলা থাকায় আশ'ঙ্কা করা হচ্ছিল সাপের কা'মড়ের। সে কারণে তাকে জবলপুরের হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা করা হচ্ছে। সেখানে তিনি পুরোপুরি সুস্থ আছেন।সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে