বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ০৯:০১:৩৫

মাইনাস ২০ ডিগ্রিতে বেঁচে থাকে জীবাণু, হিমায়িত মাংস নিয়ে সত'র্ক করলো চীন

মাইনাস ২০ ডিগ্রিতে বেঁচে থাকে জীবাণু, হিমায়িত মাংস নিয়ে সত'র্ক করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল থেকে আমদানী করা ফ্রোজেন চিকেন উইংসে পাওয়া গেছে করোনার জীবা'ণু। তারপর চীন স্থানীয় নাগরিকদের আমদানীকৃত হিমায়িত প্যাকেটজাত খাবার নিয়ে সত'র্ক করেছে। ব্রাজিল থেকে দক্ষিণ সেনজং শহরে আমদানি করা হিমায়িত খাবার পরীক্ষা করা হয়েছিল। 

তারপরই সরকারের পক্ষ থেকে বিবৃতি জা'রি করে জানান হয়েছে দূ'ষি'ত খাবার সরবরাহের করায় নতুন করেন করোনা সং'ক্র'মণের আশ'ঙ্কা বেড়ে যাচ্ছে। স্থানীয় রোগ নিয়'ন্ত্রণ কেন্দ্রগুলি জুন মাস থেকেই আমদানি করা মাংস আর সিফুডের ওপর নজর রাখছিল। প্রয়োজনীয় স্ক্রিনিংএর ব্যবস্থা করা হয়েছিল। তাতেই ধ'রা পড়েছে ব্রাজিল থেকে আমদানি করা খাবারে রয়েছে করোনার জীবা'ণু। 

আমদানকরা খাবারের রেজিস্ট্রেশন খতিয়ে দেখে চীনা সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, মুরগিগুলি ব্রাজিলের দক্ষিণে সান্তা ক্যাটারিনা রাজ্যের অরোরা অ্যালিমেন্টোসের একটি খামার থেকে আমদানি করা হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে বিবৃতি জা'রি করে জানান হয়েছে, পণ্যটির সং'স্প'র্শে আসা ব্যক্তিদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু প্রত্যেকেই করোনা নেগে'টিভ বলে জানান হয়েছে। তবে তারপরই আমদানী করা খাবারও সিফুড নিয়ে দেশের নাগরিকদের রীতিমত সত'র্ক করেছে জিংপিং প্রশাসন।

অন্যদিকে ইকুয়েডর থেকে আমদানি করা ফ্রোজেন চিংড়ির প্যাকেট থেকে পাওয়া গেছে করোনা ভাইরাসের নমু'না। তাই আমদানি করা খাবার নিয়ে রীতিমত উ'দ্বে'গ বাড়ছে বেজিং এর। বেজিং এর ব্রাজিলের দূতাবাস বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। কিন্তু ব্রাজিলে এক বাসিন্দা যিনি চীনে মাংস রফতানির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি জানিয়েছেন, ফ্রোজেন চিকেন কতটা সং'ক্র'মিত হয়েছিল তা অবশ্য এখনও স্পষ্ট নয়। 

তবে শেনজেং মহামা'রী প্রতিরো'ধ আর নিয়'ন্ত্রণ দফতর জানিয়েছে আমদানিকৃত মাংস আর সামুদ্রিক খাবর থেকে সং'ক্র'মণের ঝুঁ'কি কমাতে জনসাধারণে সত'র্ক থাকবে হবে। সং'ক্র'মণ রু'খতে ইতিমধ্যেই চীনের বন্দরগুলিতে স্ক্রিনিংএর ব্যবস্থা করা হয়েছে। ব্রাজিলসব বেশ কয়েকটি এলাকার মাংস আমদানির ওপর নিষে'ধা'জ্ঞা জারি করা হয়েছে।

করোনা ভাইরাসের প্রথম সং'ক্র'মণ দেখা দিয়েছিল উহান শহরে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা মনে করছেন সিফুড বা প্রাণী বিক্রির জন্য কুখ্যাত চিনের ওয়েট মার্কেট থেকেই ছড়িয়েছিল করোনা সং'ক্র'মণ। চীন প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে হিমায়িত খাবার থেকে সং'ক্র'মণের আশ'ঙ্কা কখনই গুরুত্বহী'ন হয় না। কারণ তাদের কথায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে করোনার জীবা'ণু বহাল তবিয়েতে দুবছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে হিমায়িত খাবার থেকে সং'ক্র'মণ ছড়িয়েছ। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে