আজ থেকেই দিল্লিতে জোড়-বিজোড় ফর্মূলা
আন্তর্জাতিক ডেস্ক : অপেক্ষার দিন শেষ হল। আজ নতুন বছরের প্রথম দিন থেকেই দিল্লিতে চালু হল, জোড়-বিজোড় ফর্মূলা। ভারতের দিল্লিতে দূষণ এবং জানযট ঠেকাতেই এই ফর্মূলা চালু করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মনে করেন এই নিয়মে গাড়ি চালালে রোদ করা যাবে দূষণ। তাই এই পথই এখন বড় ভরসা কেজরিওয়াল অ্যান্ড কোম্পানির কাছে। তবে এই ফর্মূলা মেনে চলতে কতটা তৈরি দিল্লিবাসী? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এই পরিকল্পনায় নাকি অনেক ফাঁকফোকড় রয়েছে। আর তা নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ।
নিয়ম অনুযায়ী, যে সব গাড়ির নম্বর শেষ হচ্ছে এক, তিন, পাঁচ, সাতের মতো বিজোড় নম্বরে, তা দিল্লিতে পথে নামতে পারবে শুধু বিজোড় সংখ্যার দিনে। ঠিক তেমনই, জোড় সংখ্যায় শেষ হচ্ছে যে সমস্ত গাড়ির নম্বর, তা পথে চলতে পারবে জোড় সংখ্যার দিনে। আপাতত পনেরই জানুয়ারি পর্যন্ত ট্রায়াল বেসিসে চলবে এই জোড়-বিজোড় স্কিম। সোম থেকে শনি, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে বিধিনিষেধ। নিয়ম ভাঙলেই, দিতে হবে জরিমানা।
১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�