আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে বড় ধ'রনের ধা'ক্কা লেগেছে মালয়েশিয়ার অর্থনীতিতেও। ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ধ'স নেমেছে দেশটির অর্থনীতিতে। বছরের দ্বিতীয় প্রান্তিকে তথা এপ্রিল থেকে জুন পর্যন্ত আগের অর্থ বছরের ঠিক এই সময়ের তুলনায় মালয়েশিয়ার অর্থনীতি ১৭.১ শতাংশ সং'কু'চিত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ত'থ্যে উঠে এসেছে।
বিশ্ব ম'ন্দার ১১ বছর আগে এশিয়ান অর্থনীতিকে অ'স্থি'রতার সময় এর চেয়ে বেশি সং'কু'চিত হয়েছিল এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশটির অর্থনীতি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নুর শামসিয়াহ মোহামাদ ইউনুস জানান, ''একটা সম্ভাবনা নিয়েই আমরা দ্বিতীয় প্রান্তিক পার করেছি। বছরের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থনীতি থ'মকে দাঁড়িয়েছে।...আমার মনে হয়, সর্বোচ্চ বাজে অবস্থটা আমরা পেছনে ফেলে এসেছি।''
২০০৯ সালে বিশ্ব অর্থনীতিতে ম'ন্দা ভাবের এই প্রথম অর্থনীতিতে নে'তিবা'চক প্র'ভা'ব দে'খ'ল মালয়েশিয়া। মালয়েশিয়ার অর্থনীতি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের ওপরই বহুলাংশে নির্ভরশীল। দেশটির অর্থনীতিকে সবচেয়ে বড় অবদান পাম ওয়েল, অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি।