শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১১:৪৯:৩৭

ইসরায়েলের সঙ্গে বিতর্কি'ত চু'ক্তি, আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছি'ন্নের হুম'কি এরদোগানের

ইসরায়েলের সঙ্গে বিতর্কি'ত চু'ক্তি, আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছি'ন্নের হুম'কি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে বিতর্কিত চুক্তির জে'রে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছি'ন্ন করার কথা ভাবছে তুরস্ক। এ বিষয়ে ই'ঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানায়, আজ শুক্রবার ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এরদোয়ান বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে পারি। অথবা আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে পারি।’

এরদোয়ান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রীকে এ ব্যাপারে আমি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আমরা আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করবো অথবা আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেব, কারণ আমরা ফিলিস্তিনের মানুষের আছি। আমরা ফিলিস্তিনকে পরাজিত হতে দেবো না।’ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমঝোতা চুক্তিতে পৌঁছানোর এ ঘটনা ‘ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘা'তকতা’।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিভেন রিভলিন। আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির পর এ আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।

খবরে বলা হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ইহুদীবাদী ওই রাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট রিভলিন এক টুইটবার্তায় বলেন, ‘এই চুক্তি ইসরায়েল ও আরব আমিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য নতুন এক সম্ভাবনার মাইলফলক। আমি আশা করি আমাদের দুই দেশ ও জনগণের মাঝেও পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরো দৃঢ় হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐতিহাসিক চুক্তি করে। এটি ইসরায়েলের সঙ্গে তৃতীয় কোনো আরব রাষ্ট্রের শান্তি চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে এবং জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে