শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ০২:৪৪:৩৭

একটি বিশেষ থেরাপি বহু করোনা রোগীর প্রাণ বাঁচাচ্ছে

একটি বিশেষ থেরাপি বহু করোনা রোগীর প্রাণ বাঁচাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্ব জু'ড়ে এখন চি'ন্তার বিষয় একটাই। করোনার প্রতিরো'ধ বা প্রতি'কার কিভাবে সম্ভব। এরই মধ্যে করোনার ৫০০ টিরও বেশি ক্লি'নিকা'ল ট্রা'য়াল নিয়ে কাজ চলছে। তবে এবার করোনার এক কার্যকরী চিকিৎসার কথা বলা হয়েছে। মেডি'সিনাল সি'গন্যা'লিং সেল এম'এসসি'এস থে'রা'পি ব্যবহার করে করোনা প্রতিরো'ধ করা সম্ভব বলছে গবেষণা। ওয়াল স্ট্রিট জার্নালে এ বিষয়ে ব্যাখ্যা করেছেন কেভিন কিমবারলিন। এরই মধ্যে দুইটি গবেষণায় এই থে'রা'পির কার্যকা'রিতা প্রমাণ হয়েছে।

প্রাথমিকভাবে  জানা যায় এই সেলগুলো মৃ'তের হার অনেকাংশে কমায় বিশেষ করে খুব অসুস্থ রোগীদের ক্ষেত্রে।  কেভিন কিমবারলিন জানান,এই সেল ভাইরাসকে নি'র্মু'ল করে, রোগ প্রতিরো'ধ ক্ষমতা বা'ড়ায় এবং ক্ষ'তিগ্র'স্ত টি'স্যুগুলোকে মে'রাম'ত করে।একই সাথে এতগুলো কাজ করার ক্ষমতা করোনার অন্য কোন ওষুধে এখন পর্যন্ত দেখা যায়নি। জীবন বাঁ'চাতে অপূ'রণীয় ভূমিকা রাখছে এই থে'রা'পি। দুইটি গবেষণায় ২৫ জন গু'রু'তর অসুস্থ রোগীর উপর থে'রাপিটি প্র'য়ো'গ করা হয়েছে। এতে করে ১২ জনের ১০ জন সুস্থ হয়েছেন এবং দ্বিতীয় গবেষণায় ১৩ জনের ১১ জন সুস্থ হয়েছেন।

এই প্রজে'ক্টের সাথে জ'ড়িত চিকিৎসকরা বলছেন, এই থে'রাপি'টি মি'রাকে'ল হতে পারে করোনা চিকিৎসায়।  গবেষকরা বলছেন যে এমএ'সসি'এস টি কো'ষের পরিমাণ বা'ড়িয়ে তু'লতে পারে এবং প্র'দা'হ হ্রা'স করে। বুকের এক্সেরে করেই বোঝা যায় এর কা'র্যকা'রিতা মাঝে মাঝে থে'রা'পির শুরুর ৪৮ ঘন্টা পরেও  থাকে।

মেসোব্লাস্ট স্টাডিতেও সফলতার সাথে কাজ করেছিল এমএসসিএস । তবে যদি স্টে'রয়ে'ডগু'লি প্র'দা'হ ব'ন্ধ না করে তবে শতকরা ৮০ ভাগ আ'ক্রা'ন্ত শিশু মা'রা যায়।  তবে এম'এসসি'এসের  একটি ট্রা'য়া'লে স্টে'রয়ে'ডগু'লিতে সা'ড়া না দেওয়ায় ২৩৯ রোগীর মধ্যে ১৬০ জন বেঁ'চে ছিলেন। তাদের টি'স্যুও স্বাভাবিক হয়েছে।

মে মাসের ট্রা'য়া'লের ফল সেপ্টেম্বরের শেষেই পাওয়ার কথা রয়েছে। তবে এই চিকিৎসার জন্য কত খরচ পড়বে তা এখনো স্প'ষ্ট না।সূত্র: বিজিআর, ওয়াল স্ট্রিট জার্নাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে