রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ০৭:৫২:৫৬

এই প্রথম বো'মারু বিমান পাঠিয়েছে আমেরিকা, তিনটি দ্বীপ দ'খল করতে মরিয়া চীন

এই প্রথম বো'মারু বিমান পাঠিয়েছে আমেরিকা, তিনটি দ্বীপ দ'খল করতে মরিয়া চীন

আন্তর্জাতিক ডেস্ক: ক্রম'শ বাড়বাড়'ন্ত চীনের। সীমান্তে আ'গ্রাসন থেকে দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারের মরিয়া চেষ্টা চালাচ্ছে বেজিং। এবার মুখের ও'পর জ'বাব দিয়ে দক্ষিণ চিন সাগরে মার্কিন নৌবাহিনী মহ'ড়া শুরু করল। শুক্রবার অর্থাৎ ১৪ই অগাষ্ট থেকে এই মহ'ড়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

চীনের সঙ্গে সম্পর্ক আপাতত তলানিতে আমেরিকার। সেই দিকে লক্ষ্য রেখেই দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য মেন নিতে চাইছে না আমেরিকা। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে দক্ষিণ চীন সাগরে এখন দা'পিয়ে বেড়াচ্ছে ইউএসএস রোনাল্ড রেগান। রেগানের অনবোর্ড টাস্ক ফোর্স ৭০ এয়ার অপারেশনস অফিসার কমান্ডার জোসুয়া ফ্যাগান জানিয়েছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই ধরণের মহ'ড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্যাগানের মতে এতে কোনও বিশেষ দেশ দাদাগিরি দেখানোর সুযোগ পায় না। এলাকার শান্তি রক্ষা ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে মার্কিন নৌ বাহিনী সর্বদা সচেষ্ট। এদিকে, দিন কয়েক আগেই আমেরিকার ইন্দো-প্যাসিফিক কমান্ড-এর তরফে বিবৃতি জা'রি করে বলা হয়েছে, তিনটি বি-২ স্পিরিট স্টিলথ বোম্বার বিমান মোতায়েন করা হয়েছে। এটি যে কোনও চীনা পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে মোতায়েন করা হয়েছে। প্রায় ২৯ ঘন্টা উড়ে এসে ওই বিমান হাজির হয়েছে নৌঘাঁ'টিতে।

২০১৬ সালের পর প্রথম এমন বো'মারু বিমান পাঠিয়েছে আমেরিকা। মনে করা হচ্ছে, তাইওয়ানে চিনের ক্রমবর্ধমান হস্তক্ষেপের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে তাইওয়ান নিয়ন্ত্রিত তিনটি দ্বীপ দ'খল করতেই দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী কৌশলগত অঞ্চলে চীন ক্রমাগত এই সামরিক মহ'ড়া চালিয়ে যাচ্ছে।

তবে দক্ষিণ চীন সাগরে চীনকে চোখ রাঙিয়ে নৌবাহিনীর ম'হড়ার সংখ্যা বাড়ানো বা ট'হলদারির পরিমাণ বাড়নোর ওপর জো'র দিতে চাইছে নয়াদিল্লিও। ভারতের এই প্রস্তাবে সহমত ফিলিপিনস। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লোরেনজানা দক্ষিণ চীন সাগরে ভারতের নৌবাহিনীর মহ'ড়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ফিলিপিনসও ভারতের সঙ্গে এই মহ'ড়ার অংশ হতে চায় বলে বিবৃতি দেওয়া হয়েছে।

এদিকে, এই বিষয়ে কথা বলা হয়েছে ভিয়েতনামের সঙ্গেও। কূটনৈতিক বিশেষ'জ্ঞদের মতে লাদাখে শান্তি ফেরাতে দক্ষিণ চীন সাগরে ভারতে আধিপ'ত্য কা'য়েমের চেষ্টা চীনকে বেশ শিক্ষা দেবে। এর আগে, ভিয়েতানামের বিদেশমন্ত্রক অভি'যোগ করেছিল সেদেশের মৎস্যজীবীদের নৌকায় হা'মলা চালায় চীনা নৌবাহিনীর জাহাজ। দক্ষিণ চীন সাগরে এই ঘ'টনা ঘ'টে। পার্সেল আইল্যান্ডের কাছে এই হা'ম'লার শি'কার হয় ভিয়েতনামের মৎস্যজীবীদের নৌকা। উল্লেখ্য এই দ্বীপকে চীন নিজেদের অংশ বলে দাবি করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে