আন্তর্জাতিক ডেস্ক : কুর্দি জনগোষ্ঠী ইস্যুতে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তুর্কি প্রেসিডেন্টের নীতির তী'ব্র সমালো'চনা করেছেন। তিনি তুর্কি সরকারকে মো'কাবি'লায় দেশটির বিরো'ধী শ'ক্তিগুলোকে সমর্থন দেয়ার পক্ষেও মত দেন। গত বছর ডিসেম্বরে নিউইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাতকারে বাইডেন এ মন্তব্য করেন। জানুয়ারিতে তার এ সাক্ষাতকার প্রকাশিত হয় গণমাধ্যমটিতে।
সে সময় বাইডেনের বক্তব্য নিয়ে খুব একটা শো'রগো'ল হয়নি। তবে গতকাল শনিবার সাক্ষাতকারের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যা'পকভাবে ছড়িয়ে পড়ে। তারপরই বিষয়টি নিয়ে মুখ খুলে তুর্কি প্রশাসন। নি'ন্দা জানানোর পাশাপাশি বাইডেনের আ'চরণকে দা'ম্বিভ'কতা এবং তাকে ভ'ণ্ড বলে কটা'ক্ষ করে আঙ্কারা। নিউইয়র্ক টাইমস বাইডেনের কাছ জানতে চায় এরদোয়ান সম্পর্কে। তখন তিনি এরদোয়ানকে 'একনায়ক' আখ্যা দেন। সমালো'চনা করেন তার কু'র্দিনী''তির। আহ্বান জানান তুরস্কের বিরো'ধীদের সহায়তার।
এরদোয়ানকে চ'ড়া মূল্য দিতে হবে হুঁ'শিয়ার করে বাইডেন বলেন, ওয়াশিংটনের উচিৎ তুর্কি বিরো'ধীদের উৎসা'হী করা। এরদোয়ানকে পরাজিত করে ক্ষ'মতা গ্রহণের জন্য। কোনো অভ্যু'ত্থানের মাধ্যমে নয় নির্বাচন প্র'ক্রি'য়ার অনুসরণ করে। বাইডেনের এমন মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষু'ব্ধ প্রতি'ক্রিয়া জানিয়েছে তুরস্ক।
বাইডেনের বক্তব্যকে সত্য অ'স্বী'কার, দা'ম্ভিকতা এবং ভ'ণ্ডা'মি বলে আখ্যা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন। এক টুইটে তিনি বলেন, তুরস্ককে আদে'শ করার দিন শেষ হয়ে গেছে। তারপরও যদি ভা'ড়াটেদের মাধ্যমে তুরস্কের নিয়'ন্ত্রণের চেষ্টা করেন তাহলে, আপনাকে চ'ড়ামূ'ল্য দিতে হবে।
এদিকে, বাইডেনের এমন বক্তব্যে তুরস্কের বিরো'ধীদের বি'ব্র'তকর অবস্থায় ফেলেছে। কারণ বর্তমান সরকার বিরো'ধীদের বি'র'দ্ধে বিদেশি শক্তির সহায়তায় দেশে অ'স্থি'রতা তৈরির চেষ্টার অ'ভিযো'গ তুলে আসছে বহুদিন ধ'রে। বিরো'ধী দল সিএইচপি পার্টির কয়েকজন কর্মকর্তা বাইডেনের বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে প্রতি'ক্রিয়া জানিয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের সুসসম্পর্ক রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স'মালো'চনা করতেও ছাড় দেন না এরদোয়ান। আর বাইডেন ছিলেন ওবামার ভাইস প্রেসিডেন্ট। আসন্ন নির্বাচনে তিনি ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন।