রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ১১:৫৯:৩৯

লেবাননে বি'স্ফো'রণের সময় অলৌকিক শিশুর জন্ম

লেবাননে বি'স্ফো'রণের সময় অলৌকিক শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ভ'য়াব'হ বি'স্ফো'রণের সময় জন্ম নেয় জর্জ। গুঁ'ড়িয়ে যাওয়া হাসপাতালে ধ্বং'সস্তূ'পের মাঝেই জন্ম নেয়ায় তাকে বলা হচ্ছে অলৌ'কিক শিশু।পৃথিবীর আলো দেখতে যাচ্ছে প্রথম সন্তান। তাই স্ত্রীকে হাসপাতালের লে'বার রুমে নেয়ার মু'হূর্ত ভিডিও ধা'রণ করছিলেন স্বামী এডমন্ড। কিন্তু মু'হূর্তেই ভ'য়াব'হ বি'স্ফো'রণ। সুন্দর মুহূর্তের বদলে ভ'য়াব'হ অভিজ্ঞতার মু'খোমু'খি হন তারা। স্ত্রী ইমানুয়েলের ওপর আ'ছড়ে পড়ে বি'স্ফো'রণে উড়ে আসা হাসপাতালের কাচ ও অন্যান্য জিনিসপত্র।

র'ক্তা'ক্ত ইমানুয়েলকে কোনো রকমে নিরা'পদে স'রিয়ে নেন চিকিৎসাকর্মীরা। ধ্বং'স্তূপে'র মাঝেই জন্ম নেয় অলৌ'কিক শিশু জর্জ। নবজাতক জর্জের মা এখনো শি'উরে ওঠেন সেই সময়ের কথা চিন্তা করে।নবজাতক জর্জের মা ইমানুয়েল বলেন, মনে হচ্ছিলো নিজ চোখে আমার মৃ'ত্যু দেখছি। আমি ছাদের দিকে তাকিয়ে ছিলাম। ভাবছিলাম এই বুঝি আমার মাথায় ভে'ঙে পড়লো।

সেন্ট জর্জ হাসপাতালেই ১৭ জন নিহ'ত হন। যার মধ্যে রয়েছে নার্স ও নবজাতক জর্জের দাদীও। একদিকে নিজের মা ও স্ত্রীকে বাঁ'চানোর চে'ষ্টা অন্যদিকে অনা'গত সন্তানের জন্য হাসপাতালের এ প্রা'ন্ত থেকে অন্য প্রা'ন্তে ছু'টোছু'টি। মৃ'ত্যুপু'রীতে জর্জের জন্মকে অলৌ'কিক বলছেন তার বাবা।

জর্জের বাবা এডমন্ড বলেন, জর্জ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধ্বং'সস্তূ'পে জন্মের মধ্য দিয়ে সে অন্ধ'কারে আলো দেখিয়েছে।এরইমধ্যে ইন্সটাগ্রামে মি'রাক'ল বেবি জর্জ নামে পেজ খু'লেছেন এডমন্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে