সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ১০:০০:০৪

মুসলিম যুবতীকে জো'র করে ধর্মা'ন্তরিত করার অভি'যোগ বিজেপি নেত্রীর বিরু'দ্ধে

মুসলিম যুবতীকে জো'র করে ধর্মা'ন্তরিত করার অভি'যোগ বিজেপি নেত্রীর বিরু'দ্ধে

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশে ফের ‘লাভ জিহাদ’! তবে এবার উ'লটপুরাণ। সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবতী ধর্ম পরিবর্তন করে হিন্দু পরিবারের ছেলেকে বিয়ে করেছেন বলে খবর। এর পিছনে আলিগড়ের (Aligarh) বিজেপি প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতীর মদ'ত রয়েছে বলে অভি'যোগ তুলেছেন ওই যুবতীর পরিবারের সদস্যরা। তাঁদের অভি'যোগ, বিজেপির (BJP) প্রাক্তন মেয়র জো'র করে মেয়েটিকে ধর্মান্তরিত করেছেন। যদিও অভি'যোগ উড়িয়ে দিয়েছেন শকুন্তলাদেবী।

আলিগড়ের সংখ্যালঘু পরিবারের মেয়ে গত ৭ আগস্ট থেকে নি'খোঁজ ছিলেন। এরপরই তাঁর জামাইবাবু পুলিশের দ্বা'রস্থ হয়ে অভি'যোগ করেন। বলেন, “মেয়েটি গয়না ও নগদ নিয়ে প্রেমিকের সঙ্গে পা'লিয়ে গিয়েছে। বিজেপির প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতীই তাঁর শ্যালিকাকে লু'কিয়ে রেখেছেন। তাঁরই ম'দতে ধর্মান্তরিত হয়ে শ্যালিকা এক হিন্দু ছেলেকে বিয়ে করেছেন।”  

টুইটারে একই অভি'যোগ করেছেন মেয়েটির দিদিও। তাঁর অভি'যোগ, শকুন্তলা দেবী তাঁর বোনকে অ'পহ'রণ করে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করেছে। পরে এক হিন্দু পরিবারের ছেলের সঙ্গে জো'র করে বিয়েও দিয়ে দিয়েছেন”। তাঁর আরও অভি'যোগ, বোন নি'খোঁজ হওয়ার পরই পুলিশের দ্বা'রস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের অভি'যোগ নিতে চায়নি। শেষ পর্যন্ত মিডিয়াকে জানানো ভ'য় দেখালে বোনকে খুঁ'জে আনে পুলিশ কর্মীরা। দেখা যায়, প্রাক্তন মেয়রের সঙ্গেই থানায় আসে তাঁর বোন। এরপরই মেয়েটির দিদির প্রশ্ন, “বিজেপির প্রাক্তন মেয়র কেন মুসলিমদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাচ্ছেন?”

যদি্ও অপ'হর'ণ ও ধ'র্মান্তরিত করার অভি'যোগ অস্বীকার করেছে খোদ সেই মেয়েটি। পুলিশকে তিনি জানিয়েছেন, “আমি এখন সাবালিকা। নিজের ইচ্ছেতেই আমি বিয়ে করেছি। আমাকে কেউ জো'র করেনি। আমার দিদির সমস্ত অভি'যোগ মিথ্যা। দিদি চায়না আমি শ্বশুরবাড়িতে থাকি।” অভি'যোগ অস্বী'কার করেছেন বিজেপির প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতীও। তাঁর কথায়, “আমার বিরু'দ্ধে অভি'যোগ প্রমাণ করতে পারলে, রাজ্য ছেড়ে চলে যাব।”-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে