আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোসা কোনো রকম প্র'টোকল ছাড়াই সাগরের উপকূলে ঝাঁ'পিয়ে পড়ে দুই কিশোরীকে উ'দ্ধার করেছেন। এ বিষয়টি হৈ'চৈ ফে'লে দিয়েছে আন্তর্জাতিক ম'হলে।
শনিবার সাঁতার কা'টার সময় বিপ'দে পড়েন দুই কিশোরী। এসময় তাদেরকে রক্ষা করতে পানিতে নামে উ'দ্ধারকারী দল। একপ'র্যায়ে উ'দ্ধারকারী দলকে সহায়তায় সমুদ্রে নিজেই নেমে পড়েন এ পর্তুগিজ প্রেসিডেন্ট। তারা নি'রাপদেই আছে বলে জানা গেছে। করোনার কারণে দীর্ঘদিন সমুদ্র সৈকতে সাধারণ মানুষের চলাচলে নি'ষেধা'জ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনার প্র'কোপ কিছুটা কমে আসায় খুলে দেয়া হয়েছে সৈকত।
গ্রীষ্মকালীন দা'বদাহ থেকে কিছুটা প্র'শান্তি পেতে এ সময়ে সাগরের তীরে ভিড় জমান দেশটির সাধারণ মানুষ। অনেকে সাঁতার না জানায় প্রায় সময় দু'র্ঘটনা ঘটে।
এ সময় পর্তুগিজ প্রেসিডেন্ট সেই কিশোরীদের স'তর্ক করে দেন।