মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ০৮:১৮:২৬

আফগানিস্তানে কূটনৈতিক এলাকায় পরপর ১৪টি রকেট হা'মলা

আফগানিস্তানে কূটনৈতিক এলাকায় পরপর ১৪টি রকেট হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে কূ'টনৈ'তিক এলাকার কাছে কয়েক দফা রকেট হা'মলা হয়েছে। এতে কমপক্ষে ১০ জন বেসা'মরিক ব্যক্তি আহ'ত হয়েছেন। এর ফলে কূ'টনৈ'তিক মহলে আ'ত'ঙ্ক দেখা দেয়। সঙ্গে সঙ্গে সেখানে বিদেশি দূতাবাসগুলো ল'কডা'উন করে দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেছেন, কাবুলের দুটি গাড়ি থেকে ১৪টি রকেট হা'মলা চালানো হয়েছে। এ ঘ'টনায় স'ন্দে'হজনকভাবে গ্রে'প্তার করা হয়েছে দু'জনকে। তিনি আরো জানিয়েছেন, বেশির ভাগ রকেট ছো'ড়া হয়েছে কাবুলে বেসা'মরিক বাড়িঘরে। চার শিশু ও একজন নারী সহ মোট ১০ জন আহ'ত হয়েছেন।

যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান থেকে সেনা প্রত্যা'হার করছে, তখন আফগানিস্তানের স্বাধীনতা দিবসে এ হা'মলার নে'পথ্যে কে বা কারা তাৎক্ষ'ণিকভাবে জানা যায় নি। প্রত্য'ক্ষদর্শীরা বলেছেন, রকেট হা'মলা হয়েছে প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের কাছে। ওই এলাকাটি অত্য'ধিক সু'রক্ষি'ত। সেখানেই রয়েছে বেশ কিছু দূতাবাস। 

বার্তা সংস্থা রয়টার্সকে সূত্রগুলো বলেছেন, বি'স্ফো'রণের পর পরই কূটনৈতিক এলাকাকে অ'বরু'দ্ধ করে ফেলা হয়েছে। দূতাবাসে কর্মরতদের নিরা'পদ কক্ষগুলোতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ব'ন্দিবিনিময় চু'ক্তির অধীনে এরই মধ্যে আফগানিস্তান সরকার ও তালেবানরা বেশ কিছু ব'ন্দিকে মু'ক্তি দিয়েছে। তবে সোমবার সরকার বলেছে, তালেবানরা আফগানিস্তানের আরো আ'টক সেনাকে মু'ক্তি না দেয়া পর্যন্ত তালেবানদের সর্বশেষ ৩২০ জন ব'ন্দিকে মুক্তি দেবে না। এর একদিন পরেই এমন হা'মলা হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে