আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের অতিমা'রি চলছে। ভ্যাকসিন বা কোনও ওষুধের অধীর অপেক্ষা। এ হেন স'ঙ্ক'টের সময়ে নাগরিকদের ডেঙ্গু নিয়ে সচেতন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডেঙ্গু দ'মনে সত'র্কতামূ'লক প'দক্ষে'প করার আবেদন জানালেন মোদি।
মঙ্গলবার ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ''ক্রা'ন্তীয় অঞ্চলের পত'ঙ্গবা'হিত রোগের সময় এই মরশুমটা। আমি সবার কাছে অনুরোধ করছি, সত'র্ক'তামূলক ব্যবস্থা নিন। সরকার পরি'স্থিতির দিকে ন'জর রাখছে। যারা আ'ক্রা'ন্ত, তাদের দেখভাল ও চিকিত্সা নি'শ্চিত করবে সরকার। নিরা'পদ থাকুন, আনন্দে থাকুন।''
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে সবচেয়ে বেশি ডেঙ্গু আ'ক্রা'ন্ত হয়েছে বিশ্ববাসী। কিছু অঞ্চলে প্রথমবার ডেঙ্গু আ'ক্রা'ন্তের ঘ'টনা ঘ'টে ২০১৯ সালে। ভারতে ১ লক্ষ ৩৬ হাজার ৪২২ জন ডেঙ্গু আ'ক্রা'ন্ত হয় ২০১৯ সালে। ১৩২ জনের মৃ'ত্যু হয়।