মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ০৯:৪৩:১৩

এই না হলে রাষ্ট্রনায়ক, দুই ডুবন্ত মহিলাকে বাঁচালেন প্রেসিডেন্ট! ভাই'রাল ভিডিও

এই না হলে রাষ্ট্রনায়ক, দুই ডুবন্ত মহিলাকে বাঁচালেন প্রেসিডেন্ট! ভাই'রাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : রাজধর্ম পালন করে ডুব'ন্ত দুই মহিলাকে বাঁচাতে সমু্দ্রে ঝাঁ'প দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। সম্প্রতি এই ঘ'টনার ভিডিও ভাই'রাল হতেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নে'টিজে'নরা।

পর্তুগালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শনিবার পর্তুগালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলগার্ভ সমুদ্র সৈকতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রেবোলো। সমুদ্রের তীরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। আচ'মকা দেখতে পান সমুদ্রে ছোট একটি বোট গিয়ে ঘুরতে গিয়ে বি'পদে পড়েছেন দুই মহিলা। 

বোট থেকে পড়ে জলের মধ্যে হা'বুডু'বু খাচ্ছেন। বিষয়টি দেখে আর একমু'হূর্ত দেরি করেননি ৭১ বছরের মার্সেলো। কোনওরকম প্রো'টো'কল না মেনেই সো'জা গিয়ে সমুদ্রে ঝাঁ'প দেন। পরে এই ঘ'টনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রেসিডেন্টর ভূয়সী প্রশংসা করেন ফিলিপ মারলিয়ার নামে এক ব্যক্তি। 

ভাই'রাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পর্তুগালের প্রেসিডেন্ট সাঁতার কে'টে ওই দুই মহিলার দিকে এগিয়ে যাচ্ছেন। তবে তিনি তাদের কাছে যাওয়ার আগেই অন্য একটি লোক জেট স্কি নিয়ে সেখানে পৌঁছে যান। তারপর ওই দুই মহিলা ও তাদের উলটে যাওয়া বো'টটিকে ঠেলে সমুদ্রের পাড়ের দিকে নিয়ে আসেন। ওই কাজে হাত লাগান পর্তুগালের প্রেসিডেন্টও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে