আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলিকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালো'চনা করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এর ফলে পাকিস্তানের সঙ্গে চু'ক্তি বা'তিল করে দেয় সৌদি। পরি'স্থিতি সা'মাল দিতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে তি'ক্ত'তা কমানোর চেষ্টা করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তার সেই উদ্যোগ কোনও কাজেই এল না।
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখাই করলেন না সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফলে আন্তর্জাতিক মহলে ফের একবার ড় ধাক্কা পাকিস্তানের। সৌদি আরবের সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছে, গত সোমবার রিয়াদে আসেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। দু'দেশের মধ্যে তৈরি হওয়া তি'ক্ত'তা কা'টানোর জন্য মঙ্গলবার তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি যে মন্তব্য করেছিলেন, সে বিষয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি সৌদি যেন পুরনো চু'ক্তি ফের বহাল করে, তার অনুরোধও জানাতে চেয়েছিলেন। কিন্তু, পাক সেনা প্রধানের সেই আহ্বানে সাড়া দেননি সৌদির যুবরাজ। বাধ্য হয়ে সৌদি আরবের সহকারী প্রতির'ক্ষা মন্ত্রী শেখ খালিদ বিন সালমান ও সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ বিন হামিদ আল রওয়ালির সঙ্গে দেখা করেন বাজওয়া। তাদের কাছে পাকিস্তান সরকারের বার্তা সৌদির যুবরাজের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। সৌদির সেনাপ্রধান তার অনুরোধ যুবরাজকে জানাবেন বলে আ'শ্ব'স্ত করলেও সম'স্যা সমা'ধানের বিষয়ে কোনও প্র'তিশ্রু'তি দেননি। সূত্র : সংবাদ প্রতিদিন