বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ০৬:১৯:১২

এক ইসরাইলিকে ধ'রে ব্যাপক পি'টুনি দিল বেলারুশ পুলিশ

 এক ইসরাইলিকে ধ'রে ব্যাপক পি'টুনি দিল বেলারুশ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: এক ইসরাইলিকে ধ'রে ব্যাপক পি'টুনি দিল বেলারুশ পুলিশ। ইসরাইলি ওই যুবককে আট'ক করে ১৬ ঘণ্টা নি'র্যাতন করা হয় বলে দাবি করেছে ইসরাইল। খবর জেরুজালেম পোস্টের। তবে বেলারুশে আট'ক ওই ইসরাইলির দাবি, হলোকাস্টে মা'রা যাওয়া স্বজনদের ব্যাপারে জানতে তিনি সেখানে গেছেন।

সোমবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ধ'র্মঘ'ট। নিজ নিজ কর্মস্থলের বাইরে দাঁড়িয়ে বি'ক্ষোভ শুরু করেছেন শ্রমিক ও রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদকর্মীরাও। নির্বাচনে কা'রচু'পির প্র'তিবাদে ও প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে গত এক সপ্তাহ ধ'রে বি'ক্ষোভ চলছে। বি'ক্ষোভ দমনে রাশিয়ার সামরিক সহযোগিতার প্রতিশ্রু'তির পর বেলারুশের ওপর আরও নি'ষেধা'জ্ঞার হু'মকি দিয়েছে জার্মানি।

সেই সঙ্গে ইইউর পূর্বঘো'ষিত নিষে'ধা'জ্ঞা আরও বাড়ানোর ই'ঙ্গিত দিয়েছে দেশটির সরকার। নির্বাচনকে ‘ত্রু'টিপূর্ণ’ অ'ভিহিত করে এর ফল প্র'ত্যাখ্যান করেছে ব্রিটেনও। পাশাপাশি নি'ষেধা'জ্ঞারও হু'মকি দিয়েছে জার্মানির মতো। প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম ও কা'রচু'পির বিরু'দ্ধে গত এক সপ্তাহ ধরে ন'জির'বি'হীন বি'ক্ষোভ দেখাচ্ছে দেশটির জনগণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে