বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ০৮:০৭:৪৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষ'মতা হস্তা'ন্তরের প্রতিশ্রুতি দিলেন মালির বিদ্রোহী সেনারা

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষ'মতা হস্তা'ন্তরের প্রতিশ্রুতি দিলেন মালির বিদ্রোহী সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : অ'ভ্যু'ত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্টকে উৎ'খা'তের পর আন্তর্জাতিক নি'ন্দার মু'খে পড়া মালির বিদ্রো'হী সেনা সদস্যরা স্থি'তিশী'লতা পু'নর্ব'হালের প্র'তিশ্রু'তি দিয়েছেন। বিদ্রো'হের এক দিনের মাথায় বুধবার যৌ'ক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষ'মতা হ'স্তা'ন্তরের প্র'তিশ্রু'তিও দিয়েছেন তারা। নিজেদের ন্যাশনাল কমিটি ফর স্যা'লভে'শন অব দ্য পিউপিল বলে পরিচয় দিয়েছেন বিদ্রো'হী সেনারা। 

ওই কমিটির মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগ দাবি করেছেন, ''দেশকে আরও বিশৃ'ঙ্খ'লার হাত থেকে র'ক্ষা করেছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্র'তিবে'দন থেকে এসব ত'থ্য জানা গেছে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সাম'রিক বা'হি'নীর একাংশের বিদ্রো'হের পর মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভা'ষণে পদ'ত্যাগের ঘো'ষণা দেন প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা। 

ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বি'লু'প্ত ঘোষণা করেন। পরে আ'টক হন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। সরকারবিরো'ধী সশ'স্ত্র আ'ন্দো'লন আর গনবি'ক্ষো'ভে না'কাল হয়ে পড়া দেশটিতে নতুন করে সেনা বি'দ্রো'হের ফলে মালির সং'ক'ট আরও ঘ'ণীভূ'ত হবে বলে মনে করছেন অনেকেই।

বুধবার বিদ্রো'হী সেনাদের মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগ এক সংবাদ সম্মেলনে বলেন, ''সামাজিক ও রাজনৈতিক উত্তে'জনার কারণে বেশ কিছু কাল ধ'রেই দেশে ঠিকমতো কাজ চলতে পারছিল না। দায়িত্বশীল ব্যক্তিদের ব্য'র্থতায় মালি দিন দিন বিশৃ'ঙ্খলা ও নিরা'পত্তাহী'নতার মধ্যে পড়েছে। যে সত্যিকার গণতন্ত্র জনগণের স্বাধীনতা ও নিরা'পত্তার নি'শ্চ'য়তা দেয় তা কখনোই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আত্মসুখ কিংবা দু'র্ব'লতার মধ্য দিয়ে অর্জিত হয় না।''

তবে ওই সংবাদ সম্মেলনে সদ্য ক্ষ'মতা হা'রানো প্রেসিডেন্ট কেইতার ভবিষ্যত নিয়ে কোনও কিছুই জানাননি। সেনা বিদ্রো'হের সময় মালিতে কোনও প্রা'ণহা'নির খবর পাওয়া যায়নি। ব'ন্ধ রাখা হয়েছে সীমান্ত আর বহাল রাখা হয়েছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কার'ফিউ।

বিদ্রো'হী সেনাদের মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগ জানান, আন্তর্জাতিক সব চু'ক্তি ও বাহি'নীর প্রতি শ্রদ্ধা দেখানো হবে। জাতিসংঘ শা''ন্তির'ক্ষী মি'শনসহ আন্তর্জাতিক সব মি'শন দেশের স্থি'তিশী'লতা বজায় রাখতে বহাল রাখা হবে বলেও জানান তিনি। সরকার বিরো'ধী গো'ষ্ঠীগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ২০১৫ সালে শুরু হওয়া প্র'ক্রি'য়াও চালু রাখা হবে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে