বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ০৮:৪৪:১৮

করোনা ভ্যাকসিন অবশ্যই গরিবদের জন্য সহজলভ্য হতে হবে : পোপ

করোনা ভ্যাকসিন অবশ্যই গরিবদের জন্য সহজলভ্য হতে হবে : পোপ

নিউজ ডেস্ক : খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ''করোনা ভাইরাসের যেকোনও একটি ভ্যাকসিন সহজলভ্য হলে তা বিশ্বের সবচেয়ে দরিদ্রদের কাছে যেন পৌঁছায় সেটি অবশ্যই নি'শ্চিত করতে হবে। করোনা মহামা'রি দরিদ্রদের দু'র্দ'শা এবং বিশ্বে জেঁ'কে বসা ব্যা'পক বৈ'ষ'ম্য উ'ন্মো'চন করেছে।''

বুধবার রোমে ভক্তদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ধনীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রা'ধিকার দেয়া হলে তা দুঃ'খজনক হবে। প্রত্যেকের জন্য সার্বজনীন না হয়ে এ ধরনের ধনী দেশ ও জাতির জন্য যদি ভ্যাকসিন সম্পত্তিতে পরিণত করা হয় তাহলে তা দুঃ'খজনক হবে।

পোপ বলেন, ''একদিকে একটি ক্ষুদ্র, তবে ভ'য়'ঙ্কর ভাইরাসের প্র'তিষে'ধক স'ন্ধা'ন করা জরুরি, যা পুরো বিশ্বকে তার হাঁটুর কাছে নিয়ে এসেছে। অন্যদিকে, আমাদের বৃহৎ একটি ভাইরাসও অবশ্যই নি'র্মূ'ল করতে হবে। এই ভাই'রাস হলো- অবি'চার, সুযোগের অস'মতা, প্রা'ন্তি'কীকরণ এবং দুর্ব'লদের সুর'ক্ষার অভা'ব।''

করোনা ভাইরাসের এই মহামা'রির সময়ে মানুষ স্বাভাবিক জীবন এবং অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করতে ইচ্ছুক। এ ব্যাপারে সত'র্ক করে দিয়ে খ্রিস্টান এই ধর্ম গুরু বলেন, মানুষ নি'শ্চিতভাবেই স্বাভাবিক জীবনে ফিরতে চায়। কিন্তু এই স্বাভাবিকতায় অবশ্যই সামাজিক অবিচার এবং পরিবেশের অব'ক্ষ'য়কে অন্ত'র্ভূ'ক্ত করা যাবে না। আজ আমরা ভিন্ন ধ'রনের কিছু করার উপলক্ষ পেয়েছি। আমরা গরীবদের সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনীতির প্রবৃদ্ধি ঘ'টাতে পারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে