বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১০:৪৭:২৮

আমেরিকার নি'ষেধা'জ্ঞাকে ভে'ঙে ধূ'লিস্মা'ৎ করে দেব: রুহানি

আমেরিকার নি'ষেধা'জ্ঞাকে ভে'ঙে ধূ'লিস্মা'ৎ করে দেব: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি আবারও ইরানের বিরু'দ্ধে ক'থিত স্ন্যা'পব্যা'ক বা নি'ষেধা'জ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তারা অবশ্যই ব্যর্থ হবে।

তিনি বলেন, আমেরিকা কোনও অব'স্থাতেই আর পরমাণু সমঝোতার অংশীদার নয় এবং তারা এই স্ন্যা'পব্যা'ক মে'কানিজম কেউ ব্যবহার করতে পারবে না। পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো এরইমধ্যে আমেরিকার প্র'চেষ্টাকে নি'ন্দা ও প্র'ত্যাখ্যা'ন করেছে। 

বুধবার ইরানের রাজধানী তেহরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু স'মঝো'তাকে তার দেশের জন্য সবচেয়ে নিকৃ'ষ্ট চু'ক্তি বলে ২০১৮ সালে স'মঝো'তা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরু'দ্ধে একত'রফা নি'ষেধা'জ্ঞা আ'রোপ করেন। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার দুই বছর পর ট্রাম্প প্রশাসন পরমাণু স'মঝোতাকে ব্যবহার করে ইরানের বিরু'দ্ধে নি'ষেধা'জ্ঞা পু'নর্ব'হালের প্র'চেষ্টা চালাচ্ছে এবং তারা দা'বি করছে তারা এখনও সমঝোতার অংশীদার।

গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্র'স্তাব নিয়ে আমেরিকা মা'রাত্ম'কভাবে প'রাজি'ত হওয়ার পর ইরানের বিরু'দ্ধে নি'ষেধা'জ্ঞা পু'নর্বহা'লের জন্য কথিত স্ন্যা'পব্যা'ক মে'কানি'জম ব্যবহারের চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট আমেরিকাকে স্ম'রণ করিয়ে দিয়ে বলেন, “পরমাণু স'মঝোতায় টি'কে থাকা এক বা একাধিক দেশ এই স্ন্যা'পব্যাক ম্যা'কানিজম ব্যবহার করতে পারে। কিন্তু আমেরিকা যদি এই পথ এখন অনুসরণ করে তাহলে সারাবিশ্ব জানে তার প'রিণতি কী হবে। তারা নিজেরা সেতু পু'ড়িয়ে দিয়ে ক'ল্পনা করছে এখনও সেই সেতু ঠিক আছে এবং তারা তা পার হবে।”

ইরানের জনগণকে আমেরিকাসহ যেসব দেশ নি'র্যাতি'ত করার চেষ্টা করছে তাদের বিরু'দ্ধে শ'ক্তভাবে রু'খে দাঁ'ড়াবে বলেও সংক'ল্প ব্যক্ত করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ইরানের ভেতরে কেউ যদি মনে করে থাকেন হোয়াইট হাউজের এই ব'র্বর সরকার এবং এই নি'ষ্ঠু'র নি'ষেধা'জ্ঞা চিরস্থা'য়ী তাহলে তারা ভু'ল করছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “নি'ষেধা'জ্ঞা ভে'ঙে যাবে এবং আমরা তা ধূ'লিস্মা'ৎ করে দেব। প্র'তিরো'ধের মাধ্যমে আমরা তাদেরকে বু'ঝিয়ে দেব যে, তারা ভু'ল করেছে এবং হোয়াইট হাউস ভালোভাবে বুঝতে পেরেছে তারা ভু'ল করেছে। কিন্তু এই পথ থেকে তারা বেরিয়ে আসার ব্যাপারে অস'হায় কারণ তারা এমন একটি ক'ঠিন পথ বেছে নিয়েছে যা থেকে বেরিয়ে আসা ক'ষ্টকর।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে