আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ট ট্রাম্প যদি ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হন তবে সবকিছুকে বিপ'র্য'য়ের দিকে ঠে'লে দেবেন এমন শ'ঙ্কা জানিয়ে সত'র্ক করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি মনে করেন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প আরও ৪ বছর ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের প'রিস্থি'তিকে শু'ষ্ক করে তুলবে। আর বিপ'র্য'য় ঠে'কাতেই জো বাইডেন এবং কমলা হ্যারিসের প্রতি ভোট দেয়ার আহ্বান জানলেন হিলারি।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে (১৯ আগস্ট) বুধবার এক সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে নানা দিক তু'লে ধ'রেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্র'তিদ্ব'ন্দ্বি'তায় ট্রাম্পের সঙ্গে হে'রে যান সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। ঐ নির্বাচনের প্রসঙ্গ টেনে হিলারি বলেন, সেবার রাশিয়ার ম'ধ্যস্থ'তায় ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের নানা ধরনের ক'টুক্তির কারণে ভারতীয় বংশোদ্ভূ'ত কমলা হ্যারিসকে জয়ের বন্দরে পৌঁ'ছানোর আগ পর্যন্ত চ্যা'লেঞ্জ নিতে হবে বলে জানান এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে ঘি'রে কথার বা'কযু'দ্ধে নেমেছেন প্র'তিদ্ব'ন্দ্বীসহ সমথ'র্করাও।