বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১২:৫৩:৩০

ইসরায়েলকে টিকিয়ে রাখা যাবে না, আমিরাতের সিদ্ধান্ত কলঙ্কজনক : জান্নাতি

ইসরায়েলকে টিকিয়ে রাখা যাবে না, আমিরাতের সিদ্ধান্ত কলঙ্কজনক : জান্নাতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, মধ্যপ্রাচ্যের কিছু ক্রীড়ন'ক আরব শা'সক ইহুদি'বাদী ইসরায়েলের সঙ্গে তাদের গো'পন স'ম্পর্ক প্র'কাশ করে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার মাধ্যমে দখ'লদা'র এই অ'বৈধ রাষ্ট্রকে টি'কিয়ে রাখা যাবে না।

তিনি গতকাল বুধবার তেহরানে এক বক্তব্যে ঘা'তক ইসরায়েল সরকারের সঙ্গে সং'যুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থা'পনের সিদ্ধা'ন্তের প্রতি ই'ঙ্গিত করে এ ম'ন্তব্য করেন। আয়াতুল্লাহ জান্নাতি বলেন, সাম্রা'জ্যবা'দী ও ইহুদি'বাদীদের তাবেদার আরব আমিরাত সরকারের এই সিদ্ধা'ন্ত অত্য'ন্ত জ'ঘ'ন্য ও কল'ঙ্কজ'নক।তিনি আরো বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের মতো তাবেদাররা বহু বছর ধ'রে ফিলিস্তিন জ'বরদখ'লকারী ইসরায়েলের সঙ্গে গো'পন সম্পর্ক ব'জায় রেখেছে। কিন্তু মুসলিম উম্মাহ তাদের শাস'কদের এই বিশ্বা'সঘা'তকতা কখনো ভু'লে যাবে না।

গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃ'তিতে ইহুদিবাদী ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের মধ্যে স্বাভাবিক কূট'নৈতিক সম্প'র্ক স্থা'পনের সিদ্ধা'ন্ত ঘোষণা করে। তেল আবিব-আবুধাবির মধ্যে এ সং'ক্রা'ন্ত সমঝো'তা প্রতিষ্ঠায় আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফিলিস্তিনের স্বাধীন'তাকা'মী সং'গঠনগুলো এ ঘ'টনায় আরব আমিরাতের তী'ব্র নি'ন্দা জানিয়েছে। বিশ্বের বহু মুসলিম দেশের জনগণ ও নেতৃবৃন্দ আবুধাবির এই বিশ্বা'সঘা'তকতার নি'ন্দা ও এ সিদ্ধা'ন্ত প্র'ত্যাহা'র করার আহ্বান জানিয়েছে। সূত্র : পার্সটুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে