বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১০:৪৬:০০

ভারতে 'পরমাণু বো'মা' হা'মলার হু'মকি পাকিস্তানি মন্ত্রীর

ভারতে 'পরমাণু বো'মা' হা'মলার হু'মকি পাকিস্তানি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পরমাণু বো'মা হা'মলার হু'মকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যতম ঘ'নি'ষ্ঠ এই মন্ত্রী বলেছেন, ''ভারতের সঙ্গে এবার আর প্রথাগত যু'দ্ধ হবে না। সরাসরি পর'মাণু যু'দ্ধ হবে।''

সামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ রশিদ স্বী'কার করেছেন যে, প্রচলিত যু'দ্ধে ভারতীয় সেনাবা'হি'নী পাকিস্তান সেনাবা'হি'নীর চেয়ে অনেক বেশি উন্নত। অতএব, পাকিস্তান ক্ষু'দ্রতর পারমাণবিক অ'স্ত্র নিয়ে কাজ করছে।

শেখ রশিদ বলেন, ''পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষু'দ্র পর'মাণু বো'মা রয়েছে। সেই পর'মাণু বো'মার নি'শা'না হতে পারে আসাম পর্যন্ত।'' তবে ভারতের বি'রু'দ্ধে পরমাণু হা'ম'লার হু'মকি দিলেও পাক রেলমন্ত্রী ভারতে বসবাসকারী মুসলমানদের কোনো ক্ষ'তি হবে না বলে আ'শ্বা'স দিয়েছেন।

কৌ'শ'লগত পার'মাণ'বিক অ'স্ত্র নিয়ে শেখ রশিদের ভারতকে হু'ম'কি দেওয়ার ঘ'টনা এই প্রথম নয়। ২০১৯ সালের সেপ্টেম্বরেও তিনি পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রামের ক্ষু'দ্রতর পা'রমা'ণবিক অ'স্ত্র থাকার বিষয়ে গর্ব করেছিলেন। সূত্র : ইন্ডিয়া টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে