৩৯ বছর পরে নাতনিকে ফিরে পেলেন দাদি
আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ পর্যন্ত নিখোঁজ হয় অসংখ্য শিশু। এদের মধ্যে ছিল ক্লারা আনাহি মারিয়ানি নামে তিন মাস বয়সের একটি শিশুও। ‘চিচা’ মারিয়ানি আর ক্লারা পুনর্মিলিত হলেন গ্র্যান্ডমাদারস অফ দ্য প্লাজা দে মাইয়ো সমিতির চেষ্টায়। এ ঘটনাটি ঘটে আর্জেন্টিনার থ্রিলারে। সেই থ্রিলারে যা যা আয়োজন থাকে, এখানেও ঠিক সেই সব আয়োজন ছিল। বিশৃঙ্খলায় দীর্ণ স্বদেশ, অত্যাচারী একনায়কের শাসন, প্রিয়জনের বিচ্ছেদ ইত্যাদি সবই ছিল এই কাহিনিতে। রণ-রক্ত-সফলতার ইতিহাস যে শেষ সত্য বলে না, সেই মহাবাক্যটিকে মানার কারণেই উপসংহার ঘুরে গেল অন্যদিকে।
আর্জেন্টিনায় তখন সামরিক একনায়কতন্ত্রের প্রবল দাপট। সেই ১৯৭৬-১৯৮৩ সালের দিকে নিখোঁজ হয় অসংখ্য শিশু। এদের মধ্যে ছিল ক্লারা আনাহি মারিয়ানি নামে তিন মাস বয়সের একটি শিশুও। তার মা-কে শাসকের এজেন্টরা হত্যা করে। এবং সে নিখোঁজ হয়ে যায়। তার প্রপিতামহী মারিয়া ‘চিচা’ মারিয়ানি সে দেশের এমন একটি অধিকার-রক্ষা সমিতির প্রতিষ্ঠাতা, যে সমিতির শুধুমাত্র কাজই হল সেই সময়ের নিখোঁজ শিশুদের সন্ধান করা। ১৯৭৭ সালে হারিয়ে যাওয়া ক্লারার সন্ধান শুরু করেন মারিয়া ও তার সমিতি।
৩৯ বছরের অক্লান্ত সন্ধানের ফল মিলল সম্প্রতি। ‘চিচা’ মারিয়ানি আর ক্লারা পুনর্মিলিত হলেন গ্র্যান্ডমাদারস অফ দ্য প্লাজা দে মাইয়ো সমিতির চেষ্টায়। এই সমিতি ‘চিচা’-ই তৈরি করেছিলেন ১৯৮৯ সালে। ক্লারার ডিএনএ পরীক্ষার ফল থেকে ‘চিচা’-র সঙ্গে তার বংশগতির নিরঙ্কুশ প্রমাণ পাওয়া গিয়েছে।
সামরিক একনায়কতন্ত্রের সেই কালে আনুমানিক ৫০০ শিশু নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। বহু শিশু জন্মেইছিল কারাগারে। অনেকের বাবা-মাকে হত্যা করা হয়েছিল। এই সব অনাথদের লালন-পালনের ভার পেয়েছিল শাসকের প্রতি সহমর্মী পরিবার, যাদের মধ্যে হয়তো শিশুটির বাবা-মায়ের হত্যাকারীরাও ছিল।
১৯৭৭ সালে ক্লারার মা ডায়ানাকে শাসকের বাহিনী হ্ত্যা করে। ডায়ানা একনাঙ্কতন্ত্র-বিরোধী এক গেরিলা বাহিনীর সদস্য ছিলেন। ধারণা করা হয়েছিল, ডায়ানার সঙ্গে তার তিন মাস বয়সি শিশু কন্যাটিকেও হত্যা করে ঘাতকের দল।
কিন্তু তার দাদিমা বিশ্বাস করেননি সেই গল্প। তিনি নিশ্চিত ছিলেন, একদিন না একদিন তিনি তার নাতনিকে খুঁজে পাবেনই। প্রায় চার দশক পরে যখন ক্লারাকে খুঁজে পেল আনাহি ফাউন্ডেশন, তখন ঠাকুরমার বয়স ৯১ পার।
এই আবেগঘন ঘটনায় উদ্বেলিত আর্জেন্টিনা। একনায়কতন্ত্রের ক্ষত যে আজও নিরাময় হয়নি, সে কথা মনে পড়ছে অনেকের। এখনও তো সব নিখোঁজ মানুষ ঘরে ফিরে আসেননি সে দেশে!
১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�