আন্তর্জাতিক ডেস্ক: শনিবার ভোরবেলা পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমা'ন্তের বর্ডার সিকিউরিটি ফোর্সের গু'লিতে নিহ'ত পাঁচ অনুপ্র'বেশকারী। এই পাঁচ জন তার্ন তারান জেলার খেমকারান সীমা'ন্ত দিয়ে ভারতে ঢো'কার চেষ্টা করছিল। সীমান্ত ট'হল দেওয়ার সময়ে এদের গ'তিবি'ধি ন'জরে আসে বিএসএফ-এর।
এক আধিকারিক জানিয়েছেন, সীমা'ন্ত পে'রিয়ে অনুপ্রবেশকারীদের ঢু'কতে দেখেই তাদের থা'মার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার পরিবর্তে তারা এ'লোপাথা'ড়ি গু'লি চালাতে থাকে। আ'ত্মর'ক্ষায় পা'লটা গু'লি চা'লান বিএসএফ জওয়ানরা। সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী ঘট'নাটি ঘ'টেছে শনিবার ভোর ৪.৪৫ নাগাদ।
তবে অনুপ্রবেশকারীদের কোনও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।রাতের অ'ন্ধকারে আর কেউ সীমা'ন্ত পেরিয়ে ভারতে 'ঢুকে পড়েছে কিনা তা দেখতে সীমা'ন্তবর্তী এলাকায় চ'লছে চি'রুনি ত'ল্লাশি। ২০২০ সালে ২৬ জ'ঙ্গি ক'ম্যান্ডার নিহ'ত হয়েছে, দাবি কাশ্মীর পুলিশের শীর্ষকর্তার। -এই সময়