শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৯:১৮:৫৭

গান গাইলেন মন্ত্রী

গান গাইলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : গান গাইলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় এমপি। শুক্রবার তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গানও গাইলেন তিনি। ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ১৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন সকালে পশ্চিমবঙ্গের আসানসোল পুরনিগমের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিসহ তৃণমূলের কাউন্সিলর ও নেতারা। হঠাৎই মঞ্চের পাশে এসে দাঁড়ায় কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রীর গাড়ি। গাড়ি থেকে নেমে আসেন বাবুল সুপ্রিয়। সবাইকে অবাক করে সোজা মঞ্চে উঠেন বাবুল। মঞ্চে উপস্থিত সবার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর মেয়রের অনুরোধে গানও গেয়ে শোনান বাবুল। বাবুল বলেন, নতুন বছরে আমি অনুষ্ঠান মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম যে, জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন। ওনার সঙ্গে আমার একটা অম্ল-মধুর সম্পর্ক ছিল কিন্তু ওটা অতীত, ভোটের সময় অনেক কিছু হয়। ভোটের পর আসানসোলকে সুন্দর করার দায়িত্ব ওনার জায়গায় উনি পেয়েছেন। আর আমার জায়গায় আমি পেয়েছি। তিনি বলেন, আমার মনে হয়েছে মানুষের স্বার্থে একজন মেয়র ও মন্ত্রী-আমাদের দুজনেরই সামঞ্জস্য থাকা দরকার। আমার মনে হয়েছে, ওটা তৃণমূলের নয়, মেয়রের মঞ্চ। আর তৃণমূলের মঞ্চ হলেও সেখানে উঠে দাঁড়িয়ে হ্যাপি নিউইয়ারের শুভেচ্ছা জানাতে আমার মনের দিক থেকে কোনো বাধা নেই। তবে বাবুল যাই বলুক না কেন, তার এমন ‘সৌজন্য’ বিনিময়ে বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। ১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে