শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১১:৩২:৪৩

দক্ষিণ সুদানে বিমান বি'ধ্ব'স্ত হয়ে নিহ'ত ১৭

দক্ষিণ সুদানে বিমান বি'ধ্ব'স্ত হয়ে নিহ'ত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল বহনকারী একটি কার্গো প্লেন বি'ধ্ব'স্ত হয়ে অন্তত ১৭ জন নি'হ'ত হয়েছেন। নি'হ'তদের মধ্যে ১৫ জন যাত্রী এবং দুইজন ক্রু রয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এ ঘ'ট'না ঘ'টে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাউথ-ইস্ট অ্যাভিয়েশনের প্লেনটি বি'ধ্ব'স্ত হয়েছে রাজধানী জুবার অদূর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। প্লেনটি বি'ধ্ব'স্ত হওয়ার পর আশপাশে থাকা স্থানীয় লোকেরা নগদ এ অর্থ সংগ্রহে ঝাঁ'পিয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্লেনটি ভে'ঙে একদম বি'ধ্ব'স্ত হয়ে গেছে। একইসঙ্গে আ'গু'নে পুড়ে অধিকাংশই নাই হয়ে গেছে।

বিমানবন্দরের পরিচালক কুর কুওল বলেন, প্লেনটি এনজিও কর্মীদের বেতনের নগদ অর্থ, পাশাপাশি খাদ্য, যানবাহন ও খুচরা যন্ত্রাংশ পরিবহন করছিল। সহকারী অধ্যাপক জোসেফ মায়োম জানিয়েছেন, নি'হ'তদের মধ্যে ১৫ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। যখন এদের একজনকে গু'রু'তর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখনই তিনি জোসেফকে এ ত'থ্য দিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে