রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ০৮:৫৬:৫১

সকাল বেলায় ভ'য়াব'হ দু'র্ঘট'নার খবর, ভে'ঙে পড়ল ব্রিজ

সকাল বেলায় ভ'য়াব'হ দু'র্ঘট'নার খবর, ভে'ঙে পড়ল ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক:  সকাল বেলায় ভ'য়া'বহ দু'র্ঘট'নার খবর। ভে'ঙে পড়ল নির্ণীয়মান ব্রিজের একাংশ। শনিবার রাতে গুরগাঁওতে এই দু'র্ঘট'না ঘ'টে। গুরগাঁওয়ের সোহনা রোডের ঘ'ট'না।

গুরগাঁওতে সুভাষ চক থেকে একটি ফ্লাইওভার তৈরি করার কাজ চলছিল। তারই একাংশ ভে'ঙে পড়েছে রাস্তার উপর। ব্রিজের একটি বড় স্ল্যা'ব ভে'ঙে পড়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবি। যদিও এখনও পর্যন্ত এই ঘ'ট'নায় হ'তাহ'তের কোনও খবর নেই। তবে এই ঘ'ট'নায় জেলা প্রশাসনের বিরু'দ্ধে প্রশ্ন উঠেছে। পাশাপাশি অভি'যোগ উ'ঠছে রাজ্য সরকারের বিরু'দ্ধেও। ঘট'না'স্থলে রয়েছে গুরগাঁও পুলিশ।

 উল্লেখ্য, এলাকায় গত কয়েকদিন ধ'রেই প্র'বল বৃষ্টি হচ্ছে। জল জমে যাওয়ার ঘ'ট'নাও ঘটছে। বিশেষত গুরুগ্রামে বন্যা ব্যা'পক আ'কার ধা'রণ করেছে। রাস্তা গুলো যেন ছোটখাটো নদীর আ'কার ধারণ করেছে। আর পার্কগুলো যেন সুইমিং পুল।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে