রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ১০:৫৮:৫৩

ভারতের রাফাল বিমানঘাঁ'টি উ'ড়িয়ে দেওয়ার হু'মকি

ভারতের রাফাল বিমানঘাঁ'টি উ'ড়িয়ে দেওয়ার হু'মকি

আন্তর্জাতিক ডেস্ক: হরিয়ানার আম্বালা বিমানঘাঁ'টি উড়িয়ে দেওয়ার হুম'কি। এই বিমানঘাঁ'টিতেই রয়েছে অত্যাধুনিক পাঁচটি রাফাল যু'দ্ধবিমা'ন। ইতিমধ্যেই বিমানঘাঁ'টি উড়িয়ে দেওয়ার হু'মকি চিঠি ঘিরে রী'তিম'তো চা'ঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টিতে নড়েচড়ে বসেছে প্রতিরক্ষা মন্ত্রক। বিমানঘাঁ'টির নিরাপত্তা আরও জো'রদা'র করা হয়েছে।

দিন কয়েক আগেই আম্বালা বিমানঘাঁ'টিতে এসেছে অত্যাধুনিক যু'দ্ধবিমা'ন রাফাল। শ'ত্রুপক্ষকে বি'নাশ করতে অন্য অনেক দেশের যু'দ্ধবিমানের চেয়ে প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে ফ্রান্সে তৈরি এই যু'দ্ধবিমান।

কয়েকদিন আগেই ফ্রান্স থেকে ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষিত পাইলটরা অত্যাধুনিক এই পাঁচটি যু'দ্ধবিমান এনেছেন। আম্বালা বিমানঘাঁ'টিতে ক'ড়া নিরাপত্তা বলয়ে এই যু'দ্ধবিমানগুলি রাখা আছে। জানা গিয়েছে, শুক্রবার হরিয়ানার এই বিমানঘাঁ'টি উড়িয়ে দেওয়ার হু'মকি দিয়ে একটি চিঠি এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে