রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ১১:৫৩:০১

পাকিস্তানকে সর্বাধুনিক প্রযুক্তির যু'দ্ধজাহাজ দিল চীন

পাকিস্তানকে সর্বাধুনিক প্রযুক্তির যু'দ্ধজাহাজ দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীন কর্তৃক নির্মিত অ'ত্যাধু'নিক টা'ইপ -২০৪ ক্লাস ফ্রি'গে'টের চারটি যু'দ্ধ জাহাজের প্রথমটি পেতে যাচ্ছে পাকিস্তান। রোববার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে চীনের সাংহাইয়ে এর উদ্বোধন করা হয়েছে। পাকিস্তান নৌবা'হি'নী জানায়, এটি পাকিস্তান নৌবা'হি'নীর জন্য অ'ত্যাধু'নিক ফ্রি'গে'ট নির্মাণের বড় মাইলফলক। এই জাহাজ আমাদের জন্য শান্তি ও নিরা'পত্তার বিষয়ে গু'রু'ত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই র'ণতরীতে সর্বশেষ অত্যা'ধুনিক অ'স্ত্র সংযো'জন করা হয়েছে। দূ'রপা'ল্লার ক্ষে'পণা'স্ত্রের সাহায্যে ভূমিতে আ'ক্র'মণ উপযোগী এই জাহাজে রয়েছে এ'ন্টি-এ'য়ার অ'স্ত্র। এর যু'দ্ধ পরিচালন ব্যবস্থা ও সেন্সর পাকিস্তান নৌবা'হি'নী সুবিধা দিবে। ২০১৭ সালে ইসলামাবাদ চায়না শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানীর (সিএসটিসি) সাথে দুটি টাইপ-০৫৪ এ/পি র'ণত'রী নির্মাণের চু'ক্তি স্বা'ক্ষর করে। পরের বছর আরো দুইটি র'ণতরী নির্মাণের চু'ক্তি করে পাকিস্তান।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের নৌবা'হি'নী প্রধান কমোডর আফজার হুমায়ুন একে প্রতির'ক্ষা খাতে ''পাকিস্তান-চীনের নতুন যুগ'' বলে অভিহিত করেন। তিনি করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের ভেতরেও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় নির্মাতা কোম্পানীর প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

বেইংজিয়ের সাথে অর্থনৈতিক ও প্রতির'ক্ষা খাতের অন্যতম অংশীদার ইসলামাবাদ ২০১৬ সালে ভারতের সাথে পাল্লা দিতে আটটি চীনা ইয়ান শ্রেণীর টাইপ-০৪১ ডিজেল সা'বমে'রিন ক্রয়ের জন্য পাঁচ বিলিয়ন ডলারের চু'ক্তি করে। যা ২০২৮ সাল নাগাদ পাকিস্তানের হাতে পৌঁছাবে। এছাড়াও বেইজিংয়ের উ'চ্চাভি'লা'ষী বে'ল্ট অ্যা'ন্ড রোড ইনি'শিয়ে'টিভের ৬৪ বিলিয়ন ডলারের প্রকল্পটি নির্মাণে চীন-পাকিস্তান স'ক্রি'য়ভাবে কাজ করছে।

২০১৫ সালে স্বাক্ষরিত এই মেগা প্রক'ল্পটির উদ্দে'শ্য, চীনের কৌ'শলগতভাবে গু'রু'ত্বপূর্ণ উত্তর-পশ্চিম জিনজিয়াং প্রদেশেদের সাথে পাকিস্তানের গওয়াদার বন্দর সংযু'ক্ত করা। এ লক্ষে পণ্য পরিবহনের জন্য রাস্তা ও রেলপথ নির্মাণ এবং তেল ও গ্যাস পাইপলাইনের মাধ্যমে চীনের ঐ অংশে পাঠানো হবে। সূত্র : ইয়েনি শাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে