সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ১১:২১:৪২

শুধু হ'ত্যা নয়, মসজিদ জ্বা'লিয়ে দিতে চেয়েছিলাম: ব্রেন্টন ট্যারেন্ট

শুধু হ'ত্যা নয়, মসজিদ জ্বা'লিয়ে দিতে চেয়েছিলাম: ব্রেন্টন ট্যারেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:  শুধু হ'ত্যা নয়, মসজিদ জ্বা'লিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। আদালতে এমন দা'বি করেছেন নিউজিল্যান্ডের মসজিদে হা'মলাকারী শ্বেতাঙ্গ স'ন্ত্রা'সী ব্রেন্টন ট্যারেন্ট। তিনি বলেন, “আমি নন-ইউরোপিয়ানদের মাঝে ভ'য় জা'গাতে চেয়েছিলাম। ক্রাইস্টচার্চ মসজিদে হা'মলার আগে অন্যান্য মসজিদে হা'মলার প'রিক'ল্পনাও করেছিলাম।”

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজ আদায়ের সময় গু'লি করে কমপক্ষে ৫১ জন মুসল্লিকে হ'ত্যা করেন ট্যারেন্ট। এ ঘ'ট'নায তার বি'রুদ্ধে সোমবার শা'স্তি ঘোষণার শু'নানি শুরু হয়েছে দেশটির আদালতে। 

ওই হা'মলা থেকে বেঁ'চে থাকা ব্যক্তি ও নিহ'তদের স্বজনদের উ'পস্থি'তিতে এই শুনা'নি হচ্ছে। সোমবার সকাল থেকে শুরু হয়ে চারদিন চলবে এই শুনা'নি। এতে ব্রেন্টন ট্যারেন্টকে যা'বজ্জী'বন জেল দেওয়া হতে পারে। মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর নি'র্বিচা'রে গু'লি চা'লায় এই অস্ট্রেলিয়ান স'ন্ত্রা'সী। সেই হ'ত্যাদৃ'শ্য আবার ফেসবুকে সরাসরি স'ম্প্রচার করে।

এ ঘটনায় নিহ'ত হন বাংলাদেশি বেশ কয়েকজন। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট তারকারা। এই হ'ত্যাকা'ণ্ডে ট্যারেন্টের বি'রুদ্ধে ৫১টি হ'ত্যা, ৪০টি হ'ত্যা'চেষ্টা এবং স'ন্ত্রা'সের অভি'যো'গ আনা হয়েছে। যে ক্রাইস্টচার্চে সে এই হ'ত্যালীলা চা'লিয়েছিল সেখানেই কোর্টহাউজে শু'নানি শুরু হয়েছে। এতে উপ'স্থিত আছেন ওই হা'মলায় বেঁ'চে যাওয়া ব্যক্তিরা, নিহ'তদের পরিবারের সদস্যরা। সূত্র: স্টাফ, ওয়াশিংটন পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে