আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্র'কোপ কমছে সৌদি আরবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২৩ আগস্ট করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা ছিল ১১০৯ জন, এটি চার মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। একই দিনে সু'স্থ হয়েছেন ১৭০২ এবং মৃ'ত্যু হয়েছে ৩০ জনের। দেশটিতে প্রতিদিনই করোনা প্র'কোপ কমছে, বাড়ছে সু'স্থতার হার।
এ কারণে কর্তৃপক্ষ ৩০ আগস্ট থেকে সরকারি দফতরে স্বাস্থ্যবি'ধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের যোগ দেয়ার নির্দেশনা দিয়েছে। এর আগে করোনার প্রা'দুর্ভাবের কারণে ওইসব কর্মক্ষেত্রে উপস্থি'তি স্থ'গিত ছিল। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে দূরশিক্ষণ ও ভার্চুয়াল শিক্ষা পদ্ধতি অব্যাহত থাকবে।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করলেও আন্তর্জাতিক রুটে এখনও ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়া হয়নি। তবে বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের তথ্য অনুযায়ী ১৯ আগস্ট পর্যন্ত সৌদিতে করোনায় প্রা'ণ হা'রিয়েছেন ৭৮৮ বাংলাদেশি।