মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ১০:০৭:৩৫

আচ'মকাই হু'ড়মু'ড়িয়ে ভে'ঙে পড়ল পাঁচতলা ভবন, যু'দ্ধকালীন তত্‍‌পরতায় উ'দ্ধারকাজ চলছে

আচ'মকাই হু'ড়মু'ড়িয়ে ভে'ঙে পড়ল পাঁচতলা ভবন, যু'দ্ধকালীন তত্‍‌পরতায় উ'দ্ধারকাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক:  সোমবার সন্ধ্যায় (২৪ অগস্ট) মহারাষ্ট্রের রায়গঢ়ে বাড়ি ভে'ঙে এখনও পর্যন্ত একজনের মৃ'ত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ওই ব্যক্তির দে'হ উ'দ্ধার হয়। ধ্বং'সস্তূপ স'রিয়ে ভোররাত পর্যন্ত আরও ৬০ জনকে জী'বিত অবস্থায় উ'দ্ধার করা সম্ভব হয়েছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে উ'দ্ধারকারীদের মনে হয়েছে, ওই ধ্বং'সস্তূপের নীচে এখনও কমপক্ষে ২০ থেকে ২৫ জন আট'কে রয়েছেন। যু'দ্ধকালীন তত্‍‌পরতায় উ'দ্ধারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, ভে'ঙে পড়া পাঁচতলা ওই আবাসনে ৪৫টি ফ্ল্যাট ছিল।

মুম্বই থেকে গাড়িতে প্রায় চার ঘণ্টা সময় লাগে রায়গঢ় জেলার মহাড়ে পৌঁ'ছতে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, NDRF-এর তিনটি টিম রাতে দু'র্ঘট'নাস্থলে পৌঁ'ছয়। তার আগেই ঘ'টনাস্থলে পৌঁ'ছে যান উ'দ্ধব ঠা'করে সরকারের দুই মন্ত্রী অদিতি তাতকরে ও একনাথ শিন্ডে। রাতভর দু'র্ঘট'নাস্থলে থেকে উ'দ্ধারকাজে ত'দার'কি করছেন দুই মন্ত্রী। সংবাদ সংস্থাকে অদিতি তাতকারে জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ৬০ জনকে উ'দ্ধার করা সম্ভব হয়েছে। আরও ২৫-৩০ জন ওই ধ্বং'স্তূপের নীচে আট'কা পড়ে রয়েছেন বলে তাঁর আশ'ঙ্কা।

NDRF-এর এক আধিকারিক জানিয়েছেন, সোমবার (২৪ অগস্ট) সন্ধে সাড়ে ৬টা নাগাদ মহারাষ্ট্রের রায়গঢ় জেলার মহাড় তহশিলে পাঁচতলা অবাসিক বাড়িটি আচ'মকা ভে'ঙে পড়ে। এনডিআরএফের ওই আধিকারিক দাবি করেছিলেন, ধ্বং'স'স্তূপের নীচে ৫০ জন আ'টকে রয়েছেন।

অদিত আরও জানান, এনডিআরএফের তিনটি টিম ঘ'টনাস্থলে রয়েছে। এ পর্যন্ত একজনের মৃ'তদেহ উ'দ্ধার হয়েছে। আহ'তদের হাসপাতালে নিয়ে গেলে, কয়েক জনকে প্রাথমিক চিকিত্‍‌সার পর ছেড়ে দেওয়া হয়। গু'রুতর আহ'তদের মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রী জানান, দু'র্ঘ'টনার পর বিশেষ তদ'ন্তকারী দল গ'ঠন করা হয়েছে।

টা'না বৃষ্টির জে'রে আচ'মকাই হু'ড়মু'ড়িয়ে ভে'ঙে পড়ে বাড়িটি। এই বিল্ডিংটি মাত্র ৬ বছরের পুরনো। দমকল ও বিপ'র্যয় মো'কাবিলা বাহিনীর সঙ্গে স্থানীয়রাও উ'দ্ধারকাজে হাত লা'গান।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে