মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ১২:১০:৫৯

চীনের সঙ্গে ঘ'নিষ্ঠতার কারণে ইসলামাবাদের সঙ্গ ছেড়েছে সৌদি আরব

চীনের সঙ্গে ঘ'নিষ্ঠতার কারণে ইসলামাবাদের সঙ্গ ছেড়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বি'পাকে পাকিস্তান। চীনের সঙ্গে ঘ'নি'ষ্ঠতার কারণে ইসলামাবাদের সঙ্গ ছেড়েছে সৌদি আরব। এবার ইমরান খানের দেশকে প্রতিরক্ষা সরঞ্জাম দিতে না'রাজ জার্মানিও। ইউরোপের এই দেশের কাছ থেকে সাবমেরিনের বিশেষ সরঞ্জাম কিনতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ খা'রিজ করে দেন চান্সেলার অ্যাঞ্জেলা মর্কেলের নেতৃত্বাধীন কমিটি।

জানা গেছে, জার্মানির কাছ থেকে সাবমেরিনের air independent propulsion (AIP)কিনেতে চেয়েছিল পাকিস্তান। কী AIP? বিশেষ'জ্ঞরা বলছেন, এই এই যন্ত্রের মাধ্যমে সাবমেরিন জলের তলায় থাকাকালীন ব্যাটারি চার্জ করতে পারে। ফলে বেশিদিন জলের তলায় থাকতে সক্ষম হয় সাবমেরিনগুলি। সাধারন সাবমেরিনের তুলনায় কয়েক সপ্তাহ বেশি জলের তলায় থাকতে সক্ষম হয় AIP থাকা সাবমেরিনগুলো। পাশাপাশি, সাবমেরিনের ডিজেল ইঞ্জিনকে আরও বেশি ক্ষমতা দেয় এই যন্ত্র। সেই এআইপি কিনতে চেয়ে জার্মানির দ্বা'রস্থ হয়েছিল ইমরান খানের দেশ। কিন্তু গত ৬ আগস্ট মর্কেলের নেতৃত্বাধীন জার্মান ফেডারেল নিকিউরিটি কাউন্সিল সেই আবেদন খা'রিজ করে দেয়।

ওয়াকিবহাল মহল বলছে, মূলত পাকিস্তানের স'ন্ত্রাস দ'মনে অনীহার কারণেই ইসলামাবাদকে প্রতিরক্ষা সরঞ্জাম দিতে রাজি হয়নি জার্মানি। পাশাপাশি, ২০১৭ সালে কাবুলে জার্মানি দূতাবাসের কাছে ট্রাক বো'মা বি'স্ফো'রণে অন্তত ১৫০ জনের প্রা'ণ গিয়েছিল। সাম্প্রতিকালে এত ভ'য়াব'হ জ'ঙ্গি হা'মলা আর কোথাও ঘ'টেনি। অভি'যোগ উঠেছিল জ'ঙ্গি সংগঠন হা'ক্কানি গো'ষ্ঠীর বিরু'দ্ধে। আর এই হা'ক্কানি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে ম'দত দেয় পাকিস্তান। অথচ সেই বি'স্ফোর'ণের সঙ্গে যু'ক্ত অভি'যু'ক্তদের শ'নাক্ত করতে সাহায্য করেনি পাকিস্তান। এ'কের পর এক এই ধরণের ঘ'টনার জে'রেই এবার পাকিস্তানকে প্রতিরক্ষা সরঞ্জাম দিতে অস্বীকার করল জার্মানি বলেঅ মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র : সংবাদ প্রতিদিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে