মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ০৫:০৯:০৭

করোনায় ল'ণ্ডভ'ণ্ড ভারত, একদিনে শনা'ক্ত ৬০ হাজারের বেশি

করোনায় ল'ণ্ডভ'ণ্ড ভারত, একদিনে শনা'ক্ত ৬০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: মহামা'রি করোনা ভাইরাসের তা'ণ্ডব চলছে ভারতের উপরে। প্রতিদিনই ভারতে আ'ক্রা'ন্তের সংখ্যা লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরে 'হ'টস্প'ট' হিসাবে উ'ঠে এসেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনা'ক্ত হয়েছে ৬০ হাজার ৯৭৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রা'ন্তের সংখ্যা ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গনমাধ্যম এনডিটিভি এ ত'থ্য জানিয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যু হয়েছে আরও ৮৪৮ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃ'তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৩৯০ জনে।বিশ্ব স্বাস্থ্য সং'স্থার ত'থ্য অ'নুযায়ী, করোনা মহামা'রির কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষ'তিগ্র'স্ত দেশ হিসাবে চি'হ্নি'ত হয়েছে ভারত। গত ৪ আগস্ট থেকে দৈনিক করোনা শ'না'ক্তের বিচারে বিশ্বের মধ্যে শীর্ষে স্থানে চ'লে এসেছে দেশটি।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আ'ক্রা'ন্ত হয়ে সবচেয়ে বেশি মৃ'ত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর আ'ক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। মৃ'তের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, এবং তৃতীয় অবস্থানে আছে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে