মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ০৫:২৩:৫৪

তাড়াহুড়া করে করোনার টিকার অনুমোদন বি'পজ্জ'নক: অ্যান্টনি ফাউসি

তাড়াহুড়া করে করোনার টিকার অনুমোদন বি'পজ্জ'নক: অ্যান্টনি ফাউসি

আন্তর্জাতিক ডেস্ক : তা'ড়াহু'ড়া করে করোনা ভাইরাসের কোনো টিকা ব্যবহারের অনুমোদন দেয়া বি'প'জ্জ'নক বলে স'ত'র্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সং'ক্রা'মক রোগ বিশেষ'জ্ঞ অ্যান্টনি ফাউসি। তিনি সোমবার দেশটির গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জরুরি টিকা অনুমোদনের বিষয়ে সত'র্ক করে বলেন, এ ধ'রনের প'দক্ষে'প কার্যকর টিকা তৈরির প্রচেষ্টাকে বা'ধা'গ্রস্ত করবে। 

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশা'সন দ্রুত টিকা অনুমোদন দিতে চায়। হোয়াইট হাউসের কর্মকর্তারা টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হওয়ার আগেই দ্রুত জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সম্ভাবনার কথা বলছেন। এ পরিপ্রেক্ষিতেই সত'র্কতার কথা বলেছেন ফাউসি। তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পাবলিক অ্যাফেয়ার্সের সহকারী সচিব মাইকেল কাপুটো রাজনৈতিক উদ্দেশ্যে দ্রুত টিকা অনুমোদনের প্রচেষ্টার বিষয়টি অ'স্বী'কার করেন।

ফাউসি বলেন, ''যদি সময়ের আগেই টিকার অনুমোদন দেয়া হয়, তবে এর সম্ভাব্য বি'প'দ রয়েছে। এটি তখন অন্য টিকা প্রস্তুতকারীদের মানুষের ওপর পরীক্ষার কাজটি ক'ঠি'ন করে তুলবে।'' মার্কিন করোনা ভাইরাস টাস্কফোর্সের এ সদস্য আরও বলেন, যুক্তরাষ্ট্রে কয়েকটি টিকা নিয়ে পরীক্ষা চলছে। প্রতিষ্ঠানগুলো টিকা পরীক্ষার পাশাপাশি দ্রুত উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে। যদি কোনো টিকা কার্যকর ও নিরা'পদ বলে প্রমাণিত হয়, তবে তা দ্রুততার সঙ্গে বিলি করা যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি'শ্রু'তি দিয়ে বলেছেন, এ বছরের শেষ নাগাদ টিকা পাওয়া যাবে। তবে টিকা বিশেষজ্ঞরা বলছেন, টিকা আসার জন্য ট্রাম্প যে সময়ের কথা বলছেন, তা বাস্তবসম্মত নয়। সূত্র : সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে