মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ০৬:১০:১১

তুরস্ক-গ্রিসের পা'ল্টাপা'ল্টি সাম'রিক মহ'ড়া, এরদোগানের হু'শিয়া'রি

তুরস্ক-গ্রিসের পা'ল্টাপা'ল্টি সাম'রিক মহ'ড়া, এরদোগানের হু'শিয়া'রি

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে বিরো'ধীয় অঞ্চলে তেল ও গ্যাসের খনিকে কেন্দ্র করে উত্তে'জনার মধ্যেই পা'ল্টাপা'ল্টি সামরিক মহ'ড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস। মঙ্গলবার গ্রিসের ক্রিট দ্বীপের অদূরবর্তী সাগরে উভয় দেশই নৌ-মহ'ড়া চালানোর ঘোষণা দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তেল-গ্যাস অনুস'ন্ধা'নরত গবেষণা জাহাজের অ'ভিযা'ন আরও বিস্তৃত করা হবে, তুরস্ক এমন ঘোষণা দেয়ার পর গ্রিস সাম'রিক মহ'ড়া চালানোর ঘোষণা দেয়। সোমবার এক ঘোষণায় তুরস্ক জানিয়েছে, ওই জলসীমায় তাদের গবেষণা জাহাজ অরুচ রেইসের অনুস'ন্ধা'নের সময় ২৭ আগস্ট পর্যন্ত চার দিন বাড়ানো হচ্ছে।

এতে ক্ষি'প্ত হয়ে গ্রিস ওই অঞ্চলে নৌ মহ'ড়া চালানো হবে বলে ই'ঙ্গি'ত দেয়। এক বিবৃতিতে গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিওস পেটসাস বলেন, কূ'টনৈ'তিকভাবে ও অ'ভিযা'নের পর্যায়ে, উভয়ভাবে প্রস্তুতিসহ গ্রিস শান্তভাবে সাড়া দিচ্ছে, আর নিজেদের সা'র্বভৌ'মত্ব র'ক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে পারবে এমন আত্মবিশ্বাসও গ্রিসের আছে।

অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, অরুচ রেইস ও এটির পাহারায় থাকা আমাদের নৌবা'হি'নীর জাহাজগুলোর তৎপরতা থেকে এক পা পেছনে ফেরার পদক্ষেপও নিবে না। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির স'ন্ধা'ন পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁ'জ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে উঠে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে