মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ০৭:১০:৪৬

র'ণক্ষেত্রে পরিণত যুক্তরাষ্ট্রের উইসকনসিন

র'ণক্ষেত্রে পরিণত যুক্তরাষ্ট্রের উইসকনসিন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ গু'রু'তর আহ'তের ঘ'টনায় র'ণক্ষে'ত্র উইসকনসিন অঙ্গরাজ্য। পুলিশের ব'র্ণবা'দী আচ'রণের প্র'তিবা'দে সোমবার বি'ক্ষো'ভে ফে'টে পড়ে সাধারণ মানুষ। এসময় নিরা'পত্তা বাহি'নীর সঙ্গে শুরু হয় সং'ঘ'র্ষ। পরে রাতভর তা'ণ্ড'ব চালায় বিক্ষো'ভকারীরা। 

পরি'স্থিতি নি'য়'ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েনের পাশাপাশি জারি করা হয়েছে কার'ফিউ। মিনিয়াপোলিসের পর এবার উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহর। ফের পুলিশি ব'র্ব'রতার শি'কার কৃ'ষ্ণা'ঙ্গ যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভি'ডিওতে দেখা যায়, গাড়িতে ওঠার জন্য ব্লেক যখন হেঁটে যাচ্ছিলেন, তখন তাকে অনুসরণ করে দুই পুলিশ সদস্য। ব্লেক গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে পেছন থেকে পর পর ৭টি গু'লি চালায় পুলিশ।

এ ঘ'টনার প্রতিবা'দে কয়েক ঘণ্টার মধ্যে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। সড়কে টায়ার জ্বালিয়ে বি'ক্ষো'ভ করে তারা। বি'ক্ষো'ভকারীদের ছ'ত্রভ'ঙ্গ করতে কাঁদানে গ্যাস নি'ক্ষে'প করে পুলিশ। এসময় আ'ন্দো'লকারীরা পা'ল্টা ইট-পাটকেল ও ককটেল নি'ক্ষে'প করলে উ'ত্তা'ল হয়ে ওঠে উইসকনসিন। ধা'ওয়া পা'ল্টা ধা'ওয়ার পাশাপাশি চলে দফায় দফায় সং'ঘ'র্ষ। শহরের বিভিন্ন জায়গায় ব্যা'প'ক ভা'ঙ'চুর ও যানবাহনে আ'গু'ন ধ'রিয়ে দেয় বি'ক্ষো'ভকারীরা। র'ণক্ষে'ত্রে পরি'ণত হয় কেনোশা শহর।

কেনোশা সিটি মেয়র জন অ্যান্টারামিয়ান বলেন, ''আমরা আপনাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটি ঘ'ট'নার বিচার নি'শ্চিত করা হবে। গু'লির ঘ'ট'না তৃতীয় পক্ষের মাধ্যমে স্বচ্ছ ত'দ'ন্ত করা হবে।' তবে মেয়রের কথায় স'ন্তু'ষ্ট নন আ'ন্দো'লকারীরা। তার বক্তব্যে আস্থা রাখতে পারছেন না জানিয়ে আ'ন্দো'লন অব্যা'হ'ত রাখার ঘোষণা দিয়েছেন বি'ক্ষো'ভকারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে