বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ১২:৫৮:৪৯

গোপনে একেবারে পানির দরে আস্ত দূতাবাস ভবন বিক্রি করে দেন পাকিস্তানের এই রাষ্ট্রদূত

গোপনে একেবারে পানির দরে আস্ত দূতাবাস ভবন বিক্রি করে দেন পাকিস্তানের এই রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গণমাধ্যমে এখন বড় খবর দেশটির সাবেক রাষ্ট্রদূত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ মুস্তাফা আনোয়ার। তার দু'র্নীতির খবর সোশ্যাল নেটওয়ার্কেও নতুন করে ভাইরাল।

জানা গেছে, ইন্দোনেশিয়ায় ২০০১-২০০২ সালে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুস্তাফা আনোয়ার জাকার্তায় পাক দূতাবাস ভবনটি বেআ'ইনিভাবে বিক্রি করে দেন। তাও বিক্রি করা হয় একেবারে পানির দরে। এতে করে ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার ক্ষ'তি হয়েছে পাকিস্তানের।

সৈয়দ মুস্তাফা আনোয়ারের বিরু'দ্ধে গত বুধবার আদালতে অভি'যোগ দা'য়ের করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় ন'জরদা'রি প্রতিষ্ঠান ন্যাশান্যাল অ্যা'কাউ'ন্টেবি'লিটি ব্যু'রো (এনএবি) এর রাওয়ালপিন্ডি শাখা।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, জাকার্তায় নিয়োগ পাওয়ার পরই পাক দূতাবাস ভবনটি বিক্রি করার তো'ড়জো'ড় শুরু করে দেন আনোয়ার। এ জন্য পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প'রো'য়া না করে তিনি সংবাদমাধ্যমে বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন। বিক্রির প্রক্রিয়া শুরু করে তারপর আনোয়ার খবর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

এ ঘ'টনার জন্য ন্যাশান্যাল অ্যা'কাউ'ন্টে'বিলি'টি ব্যু'রোরও (এনএবি) তী'ব্র স'মালো'চনা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মাসে। উচ্চ আদালত বলেন, দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানটি মুস্তাফার বিরু'দ্ধে ত'দ'ন্ত শেষ করে অভি'যোগ আ'নছে না। এরপরই গত বুধবার অভি'যোগ দা'য়ের করল এনএবি।সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে