বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০১:৫৬:০০

মৃত মায়ের পাশে কাঁদছিল ক্ষুধার্ত শিশু

মৃত মায়ের পাশে কাঁদছিল ক্ষুধার্ত শিশু

আন্তর্জাতিক ডেস্ক: চাকরি হা'রানোর পর নিজের ক্ষু'ধার্ত সন্তানের পাশেই মৃ'ত অবস্থায় পাওয়া গেছে শরণার্থী একজন নারীকে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরের গোভান এলাকা থেকে গত ২২ আগস্ট মার্চি বেগমের ম'রদেহ উ'দ্ধার করেছে পুলিশ।মা'রা যাওয়ার আগে বন্ধুদের তিনি বলেছিলেন, ভীষণ অর্থক'ষ্টে আছেন। কর্ম হা'রিয়ে বেকার অবস্থায় খুব খা'রাপ পরিস্থি'তিতে পড়েছিলেন।

পুলিশ যখন ম'রদে'হ উ'দ্ধারে যায়, ওই সময় তার এক বছরের সন্তান পাশে বসে কাঁদছিল। জানা গেছে, তিনি মা'রা যাওয়ার চারদিন আগে বন্ধুদের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল।
শিশুটি এখন তার বাবার কাছে রয়েছে। তিনিও স্কটল্যান্ডে আশ্র'য়প্রার্থী। তবে ওই নারী মা'রা যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত সঠিক কোনো কারণ জানা যায়নি।

এখন প্রশ্নটি উঠছে, কেন স্কটল্যান্ডের মতো দেশের শহরে মা ও শিশুদের ক্ষু'ধা'র্ত অব'স্থায় ফে'লে রাখা হচ্ছে, কেন দাতব্য সং'স্থা এবং স্বে'চ্ছাসে'বীদের ভ'রসায় সরকার দা'য় এ'ড়াচ্ছে? আর তার চাকরি চলে না গেলে, এই পরিস্থি'তি এ'ড়ানো যেত কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।সূত্র : ইয়াহু নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে