বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০৫:১৬:৩৭

নেতানিয়াহুর ছেলের বিরুদ্ধে যৌ'ন হয়'রানির মামলা!

নেতানিয়াহুর ছেলের বিরুদ্ধে যৌ'ন হয়'রানির মামলা!

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৯ বছর বয়সী ডানা কাসেদি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইরের বি'রু'দ্ধে মামলা করবেন। নিজের একটি ছবি টুইট করার পর নেতানিয়াহুর ছেলের মাধ্যমে জনপরিসরে যৌ'ন হ'য়রা'নির শি'কা'র হওয়ার অ'ভিযো'গ করেন তিনি। 

নেতানিয়াহুর ছেলে ওই তরুণীকে জড়িয়ে বলেছেন, ইসরায়েলে তার বাবার প্র'তিদ্ব'ন্দ্বী বেনি গ্যাঞ্জয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে ডানা কাসেদির। এরপর টুইটারে নানাভাবে হে'য় করা হয় ওই তরুণীকে। ইসরায়েলে প্রাণী অধিকার নিয়ে কাজ করেন ডানা কাসেদি। নেতানিয়াহুর ছেলে ইয়াইরের বি'রু'দ্ধে গতকাল মঙ্গলবার তিনি মামলা করেছেন।

জনপরিসরে গণহারে যৌ'ন হ'য়রা'নির ঘ'টনায় নেতানিয়াহুর ছেলে দা'য়ী বলে অ'ভিযো'গ উল্লেখ করা হয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি এক টুইটে ডানার ছবি ব্যবহার করার কারণে ইয়াইরের কাছ থেকে এক লাখ ৪৭ হাজার ডলার ক্ষ'তিপূ'রণ চাওয়া হয়েছে।

ওই তরুণী দাবি করেন, প্রধানমন্ত্রীর ছেলে আমাকে জড়িয়ে যে যৌ'ন সম্পর্কের মনগড়া কথা বলছেন, তার কোনো ভি'ত্তি নেই। নির্বাচনে নিজের বাবাকে সুবিধা পাইয়ে দিতে তিনি এটা করেছেন। অথচ এজন্য আমার সম্মানহা'নি হয়েছে। নেতানিয়াহুর ছেলে টুইট করার পরই এ ব্যা'পারে প্র'তিবা'দ জানিয়েছিলেন ডানা। তখনই বলেছিলেন, মামলা করবেন ইয়াইরের বি'রু'দ্ধে। অবশেষে মামলা করলেন তিনি। সূত্র : স্পুটনিক 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে