শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ১০:৪০:৫৪

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্র'স্তাব প্র'ত্যাখান করল বাহরাইন

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্র'স্তাব প্র'ত্যাখান করল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক:  ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্র'স্তাব প্র'ত্যাখান করেছে বাহরাইন। দু’দেশের মধ্যে সম্পর্ক স্থাপনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অনুরোধ জানালে সরাসরি না'কচ করে দেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা খলিফা।

মাইক পম্পেও বলেন, তিনি আশা করছেন অন্যান্য আরব দেশও সংযুক্ত আরব আমিরাতের অনুসরণ করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বাহরাইন। জবাবে বাহরাইনের রাজা বলেন, ‘ফিলিস্তিনিদের অধিকার আদায় এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তার দেশ প্রতিশ্রুতিব'দ্ধ। আর এ জন্য ওয়াশিংটনের আহ্বানকে প্র'ত্যাখ্যা'ন করছি।’

সম্প্রতি ইসরাইল-সংযুক্ত আর-আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র। এই সম্পর্ককে ঐতিহাসিক অ্যাখা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। এদিকে আমিরাত ফিলিস্তিনের পি'ঠে ছুঁরি মে'রে উ'ল্লেখ করে তী'ব্র ক্ষো'ভ প্রকাশ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুধু ফিলিস্তিনিরা নয় ইসরাইল-আমিরাতের সম্পর্কে স্থাপনে নি'ন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে