শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ১০:৫২:১১

মু'হুর্তেই ল'ণ্ডভ'ণ্ড সবকিছু, এখন পর্যন্ত যতজন মা'রা যাওয়ার খবর

মু'হুর্তেই  ল'ণ্ডভ'ণ্ড সবকিছু, এখন পর্যন্ত যতজন মা'রা যাওয়ার খবর

আন্তর্জাতিক ডেস্ক:  শক্তিশালী হ্যারিকেন লরা’র তা'ণ্ডবে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এ পর্যন্ত ৬ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে আঘা'ত হা'নে লুইজিয়ানা উপকূলে। 

হ্যারিকেনের আঘা'তে প্রায় ৯ লাখ ঘর-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছি'ন্ন হয়ে পড়েছে। ঝ'ড়ের ক'বলে পড়ে একটি রাসায়নিক কারখানা আ'গুনে পু'ড়ে গেছে।

রাজ্য গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, হ্যারিকেনের তা'ণ্ডবে ক্ষ'য়ক্ষ'তি পরিমাণ কেমন তা এখনই বলা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষ চ'রম ভো'গান্তি'তে পড়েছেন। ঝ'ড়ের কারণে বহু জায়গার গাছপালা এবং বিদ্যুৎ-এর খুঁ'টি ভে'ঙে সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল ব'ন্ধ হয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় হ্যারিকেনের প্র'ভাবে দেখা দিয়েছে বন্যা। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ পথ-ঘাট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে