শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ১০:২৭:১৮

লেবাননে বি'স্ফো'রণে ক্ষ'তিগ্র'স্ত বাংলাদেশের জাহাজ মেরামত করে দেবে তুরস্ক

লেবাননে বি'স্ফো'রণে ক্ষ'তিগ্র'স্ত বাংলাদেশের জাহাজ মেরামত করে দেবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভ'য়াব'হ বি'স্ফো'রণে বাংলাদেশ নৌবা'হি'নীর ক্ষ'তিগ্র'স্ত জাহাজ মে'রাম'ত করে দিতে এগিয়ে এসেছে তুরস্ক। শুক্রবার এক টুইটবার্তায় তুর্কি প্রতির'ক্ষা ম'ন্ত্র'ণালয় এ ত'থ্য জানায়। তুরস্কের প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে বার্তায় বলা হয়, বাংলাদেশ বিমানবা'হি'নীর জাহাজ বানৌজা বিজয় মেরা'মত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্তঃবা'হি'নী জনসংযো'গ পরিদ'প্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে ভ'য়াব'হ বি'স্ফো'রণের সময় বন্দরের কাছে থাকা বাংলাদেশের নৌবা'হি'নী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শা'ন্তির'ক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

ওই ঘ'ট'নায় বাংলাদেশ নৌবা'হি'নীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আ'হ'ত হন। নি'হ'ত হয়েছেন ৫ বাংলাদেশি। প্রসঙ্গত, গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে এমোনিয়াম নাইট্রেটের ভ'য়াব'হ বি'স্ফো'রণে ১৭৮ জনেরও বেশি মানুষ নিহ'ত হন। আহ'ত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে