পোপের 'স্নেহ চুম্বনে' ক্যানসার সেরে গেলো কিশোরীর!
আন্তর্জাতিক ডেস্ক : পোপ ফ্রান্সিসের 'স্নেহ চুম্বনে' ক্যানসার থেকে সেরে উঠল ১২ বছরের কিশোরী, এমনটাই বিশ্বাস করছেন আমেরিকার নিউ জার্সির মানুষ। 'Neuroblastoma'-রোগে আক্রান্ত ১২ বছরের কিশোরী। চিকিৎসা বিজ্ঞান প্রায় হাল ছেড়েই দিয়েছিল।
বাঁচবে না কিশোরী, এমনটাই আশঙ্কা ছিল প্রতিবেশীদেরও। কিন্তু, একটা 'স্নেহ চুম্বন' বদলে দিল গোটা ভাবনা। ঘন কালো অন্ধকার থেকে জীবনে ফিরতে শুরু করল ১২ বছরেরে গ্র্যাসি। বেঁচে থাকার অদম্য ইচ্ছা, হাজার হাজার মানুষের প্রার্থনা আর রোমান ক্যাথলিক চার্চের পোপের একটা স্নেহ চুম্বন, জীবন ফিরে পেল ছোট্ট গ্র্যাসি।
ঈশ্বরে বিশ্বাস কিংবা নাস্তিক ভাবধারা, পোপের চুম্বনে ক্যানসার মুক্তির ঘটনা নিয়ে যতই দ্বিধা বিভক্ত হোক মানুষ, নিউ জার্সির মানুষের কাছে ধর্মীয় বিশ্বাস, ঈশ্বরই প্রাণ ফিরিয়ে দিলেন ১২ বছরের গ্র্যাসির।
২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি