শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ০৬:৪৫:২৬

যেকোনো সময় যু'দ্ধ শুরু, চীনের ক'ঠোর হুঁ'শিয়ারি

যেকোনো সময় যু'দ্ধ শুরু, চীনের ক'ঠোর হুঁ'শিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :  চীনের সামরিক বাহিনী হুঁ'শিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে যদি মার্কিন নৌ বাহিনী তাদের উ'সকানিমূলক তৎপরতা ব'ন্ধ না করে তাহলে অনিচ্ছা'কৃতভাবে যেকোনো সময় আমেরিকার সঙ্গে সামরিক সংঘা'ত শুরু হতে পারে। চীনের সামরিক বাহিনী বলছে, আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড তেমনই উ'সকানিমূলক শ'ত্রুতার ই'ঙ্গিত দিচ্ছে।

চীনা পিপল'স লিবারেশন আর্মি বা পিএলএ'র মুখপাত্র কর্নেল লি হুয়ামিন জানিয়েছেন, আমেরিকার একটি যু'দ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের পানিসীমায় ঢু'কেছে। এরপর চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুঁ'শিয়ারি এলো।

কর্নেল লি বলেন, “আমরা আমেরিকাকে এই ধরনের উ'সকানিমূলক আচরণ ব'ন্ধ করার আহ্বান জানায় এবং যেকোনো ধরনের আক'স্মি'ক সংঘ'র্ষ এড়ানোর জন্য তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার কথা বলব।”

দক্ষিণ চীন সাগরের শিশা দ্বীপপুঞ্জের কাছে সামরিক বাহিনী মহড়া' চলছে। ওই এলাকায় আমেরিকার একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার গোপনে প্রবেশ করেছে। এ ঘ'ট'নাকে আমেরিকার তরফ থেকে আন্তর্জাতিক আইনের ল'ঙ্ঘন বলে উ'ল্লেখ করেছে চীন। পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে