শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ০৯:৩৮:২০

বিজেপিকে এক চুল ছাড় দেয়া হবে না, কঠোর বার্তা মমতার

বিজেপিকে এক চুল ছাড় দেয়া হবে না, কঠোর বার্তা মমতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে করোনার বাড়ন্ত গতি। রোজই হু হু করে আ'ক্রা'ন্ত যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর সংখ্যাও আ'শ'ঙ্কাজনক। এর মধ্যেই ভারতের পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী বছরের শুরু থেকে হওয়ার কথা। এই পাঁচটির মধ্যে মমতার রাজ্য পশ্চিমবঙ্গ অন্যতম। 

তাই ক্রমেই রাজনৈতিক উ'ত্তা'প বাড়ছে সেখানে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের ভার্চুয়াল বক্তব্য দিতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় মমতা ব্যানার্জী নিজেই বুঝিয়ে দিয়েছেন আগামী বছরের মে-মাসের বিধানসভা নির্বাচনে কেন্দ্রের শা'সক দল ও পশ্চিমবঙ্গের প্রধান বিরো'ধীদল বিজেপিকে এক চুল ছাড় দেয়া হবে না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, ''ওরা আপনাদের ভ'য় দেখাবে। হয় ল'ড়বেন, না হয় ম'রবেন। আমি তো মনে করি ডি'সি'শন আমাদের একটাই "কা'রে'ঙ্গে, ইয়ে মা'রে'ঙ্গে"। যে কথা গান্ধীজী বলেছিলেন। আমরা ল'ড়ে দেখাব।'' চলমান কোভিড পরি'স্থিতির মধ্যেও, রাজনৈতিক ল'ড়া'ইয়ের ঘোষণার পর পা'ল্টা তৃণমূল সরকারের নানা দু'র্নী'তি ও অ'ব্যব'স্থা'পনা নিয়ে মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে