রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ০৩:০৩:১০

'ইরানের মো'কাবিলায় চ'রম প'রাজয়ের সম্মুখীন হয়েছে আমেরিকা'

'ইরানের মো'কাবিলায় চ'রম প'রাজয়ের সম্মুখীন হয়েছে আমেরিকা'

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরু'দ্ধে স্ন্যাপব্যা'ক ম্যাকানিজম ব্যবহার করার কোনো অধিকার আমেরিকার নেই। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মোজতাবা জুন্নুরি এই মন্তব্য করেছেন। জুন্নুরি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সরকার ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এই ম্যাকানিজম ব্যবহার করার কোনো অধিকার তার নেই।

ইরানের এই আইনপ্রণেতা বলেন, আমেরিকা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি একঘরে হয়ে পড়েছে এবং ইরানের মো'কাবিলায় চ'রম পরাজয়ের মুখে পড়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, তার দেশ গত ২০ আগস্ট জাতিসংঘ নিরাপত্ত পরিষদে এই ম্যাকানিজম চালু করার আবেদন জানানোর সঙ্গে সঙ্গে এটির কার্যকারিতা শুরু হয়েছে এবং এর ঠিক একমাস পর আগামী ২০ সেপ্টেম্বর থেকে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধা'জ্ঞা পুনর্বহাল হয়ে যাবে।

কিন্তু আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতার আর সব প'ক্ষ এবং নিরাপত্তা পরিষদের বাকি চার স্থায়ী সদস্যদেশ আমেকিরার এই বক্তব্যের ঘো'র বি'রোধিতা করেছে বলে খবরে বলা হয়েছে। পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে