আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে কোরান পোড়ানোর এক ঘ'টনার জে'রে শহরের ক্ষু'ব্ধ মুসলিমরা স'হিং'স বি'ক্ষো'ভ করেছে। গত রাতে এই বি'ক্ষো'ভের সময় কিছু তরুণ গাড়িতে আ'গু'ন দেয় এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ে। পুলিশ জানায় প্রায় শ তিনেক মানুষ, যাদের অধিকাংশই তরুণ, তারা ঐ বি'ক্ষো'ভে অংশ নেয়।
প্রায় ২০ জনকে আ'টক করা হয়েছে। মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে কোরান পো'ড়ানোর এই ঘ'টনা ঘ'টে। ডেনমার্কের ক'ট্ট'র দক্ষিণপ'ন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কোরান পো'ড়ানোর ঐ ঘ'টনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢু'কতে দেয়নি। তবে তার সমর্থকরা এরপরও কোরান পোড়ানোর এই ঘ'টনায় অংশ নেয়।
রাসমুস পালাদুন ক'ট্ট'র দক্ষিণপ'ন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অ'পরা'ধে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল। তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরো'ধী ভিডিও পোস্ট করার অ'ভিযো'গে তার সাজা হয়। সুইডেনের মালমোতে বসবাস করেন বাংলাদেশী সাংবাদিক তাসনীম খলিল।
তাসনীম খলিল জানান, ''রাসমুস পালাদুনের অনুসারীরাই কোরান পুড়িয়েছে বলে ধা'রণা করা যায়। একটি সাইকেল চালানোর রাস্তায় গো'পনে এরা কোরান পু'ড়িয়েছে। এই ঘ'টনাটি তারা নিজেরাই ভিডিও করেছে। এরপর তারা এটি একটি ওয়েবসাইটে আপলোড করেছে।
পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। তিনি বলেন, যারা এই কাজ করেছে, তারা এজন্যে একটি হাস্যকর যু'ক্তি দিচ্ছে। তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য তারা এই কাজ করছে। অথচ সুইডেনের আইন অনুযায়ী এটা বেআ'ইনি, কারণ এর মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃ'ণার প্রকাশ ঘ'টানো হচ্ছে। সূত্র : বিবিসি